admin
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

এখন সব কিছু ঠিক খাকলে সবার উপরে দিকে তাকান দেখবেন একটি অফিস বাটন রয়েছে- সেখানে ক্লিক করুন একটি লিস্ট বা সাব মেনু চলে আসবে সেখান থেকে সেভ বাটন ক্লিক।
বিভিন্ন সময়ে কাজের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের ফাইল তৈরি করে আলাদা আলাদা নাম দিয়ে নিদিষ্ট লোকেশনে বা ড্রাইভে সেভ করে রাখি। পরবর্তীতে সেই ফাইল খুলে Print বা বিভিন্ন ধরনের Edit এর কাজ করে থাকি। এই মাত্র যে ফাইলটি Save করে Close করে রাখা সেই ফাইলটি খুলবো।
১. Quick Access টুলবার থেকে Office বাটনে ক্লিক করে ড্রপ ডাউন আসলে Open বাটনে ক্লিক করুন। অথবা Ctrl+O চাপ দিন অপেন ডায়ালগ বক্স চলে আসবে সেখান থেকে ফাইলের নাম দিন যে নামে সেভ করে রাখেছিলেন। সেই নাম দিয়ে ওপেন বাটনে ক্লিক করুন দেখুন সেই ফাইলটি ওপেন হবে।