মাউস এবং কী-বোর্ড দিয়ে লেখাকে নির্বাচন করা | Select Text Using Mouse and Keyboard
admin
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
অফিস ডকুমেন্টে টাইপকৃত টেক্সটকে মাউস বা কী-বোর্ড উভায়ের সাহায্যেই নির্বাচন করা যায়। নিচে এর পদ্ধতি গুলো বর্ণিত হলো। যথা: মাউস (Mouse) এর সাহায্যে লেখা নির্বাচন- (মাউস এবং কী-বোর্ড দিয়ে লেখাকে নির্বাচন করা)
যে শব্দটি সিলেক্ট করা দরকার তারউপর ডাবল ক্লিক করলে ঐ শব্দটি সিলেক্ট হবে।
যেখান থেকে সিলেক্ট করা প্রয়োজন সেখানে মাউস পয়েন্টার চেপে ধরে ডানে/বামে/উপরে/নিচে ছেড়ে দিলে ঐ পর্যন্ত সিলেক্ট হবে।
মাউস পয়েন্টার লেখার বাম পাশে নিলে মাউসের আকৃতি ডানমুখী হবে। এ অবস্থায় একবার ক্লিক করলে একটি লাইন সিলেক্ট হবে। এ অবস্থায় নিচের দিকে ড্র্যাগ করে প্যারা বা পৃষ্ঠা সিলেক্ট করা যাবে।
প্যারাগ্রাফের লিখার ভেতর যে কোনো স্থানে কার্সর রেখে পর পর তিনটি ক্লিক করলেই প্যারাগ্রাফটি সিলেক্ট হবে।
ডকৃমেন্টের সকল টেক্সট সিলেক্ট করার জন্য ডকুমেন্টের কোনো স্থানে মাউস পয়েন্টার রেখে ওয়ার্ড ২০০৩ এর ক্ষেত্রে Edit- Select All কমান্ড দিতে হবে।
ওয়ার্ড ২০০৭ এর ক্ষেত্রে বা পরবর্তী ভর্সনের ক্ষেত্রে Home Ribbon> Editing Tool Group হতে Select > Select All এ ক্লিক করতে হবে।