ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ – মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ- বাজেট শাখা


বিজ্ঞাপন
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২০-২০২১ অর্থবছরে পরিচালন বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ মঞ্জুরি হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিতরণের লক্ষ্যে ইতোমধ্যে "শিক্ষা প্রতিষ্ঠান--- আমাদের কম্পিউটার যে সকল ছাত্র/ছাত্রী আবেদন করবেন তাদের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র সংগে আনতে হবে- ১। জন্ম নিবন্ধন/ এনআইডি কার্ডের ফটো কপি ২। সর্ব শেষ যে প্রতিষ্ঠা ভর্তি আছে সেই প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র ৩। বাবা অথবা মা বা অভিভাবকের এনআইডি কাডের ফটো কপি। স্থান: ঘাট আইটি সেন্টার, স্মৃতিসৌধ সংলগ্ন, কালীগঞ্জ, লালমনিরহাট। 01717452764 ডাউনলোড লিংক: https://shed.portal.gov.bd/site/page/a4f6c6af-6cbe-4e6e-b25d-a78369dec0f1