প্রাইম ব্যাংকের ফান্ডেশনের শিক্ষাবৃত্তির আবেদন চলছে ২০২০


বিজ্ঞাপন
প্রাইম ব্যাংকের ফান্ডেশনের শিক্ষাবৃত্তির আবেদন চলছে ২০২০ ****প্রাইম ব্যাংকের একটি CSR কার্যক্রম**** আবেদনের যোগ্যতা: -কেবলমাত্র ২০১৯ সালে এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমান দেশের বিভিন্ন প্রতিষ্টানে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত। -এসএসসি ঔ এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ছাত্র:৯.০০ এবং ছাত্রী:৮.৮ -কেবলমাত্র আর্থিক দুর্দশাগ্রস্থ পরিবারের সন্তানেরা আবেদন করতে
আরও পড়ুন
বিজ্ঞাপন
পারবে (মাসিক আয় দশ হাজার টাকার উপরে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না) বেদনের নিয়মাবলি: -অনলাইনে আবেদন করতে হবে,ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আ-অনলাইনে আবেদনের লিংক:scholarship.primebankfoundation.org -রঙ্গিন ছবি,স্নাতক পর্যায়ের ভর্তির রশিদ,এইচএসসি ও এসএসসি এর নাম্বরপত্র সংযুক্ত করুন -ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা কর্তৃক অভিভাবকের মাসিক(আয়ের পরিমান উল্লেখ করুন)আয়ের সনদপত্র সংযুক্ত করুন। -অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্র্রতিষ্টান থেকে শিক্ষাবৃত্তি পেয়ে থাকলে আবেদনপত্রে উল্লেখ