fbpx

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০১৯ | HSC Admission 2019 | নীতিমালাসহ প্রয়োজনীয় সকল তথ্য

Facebook
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০১৯ | HSC Admission 2019 | নীতিমালাসহ প্রয়োজনীয় সকল তথ্য

বিজ্ঞাপন

সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে। চলুন জেনে নেওয়া যাক ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য।  আবেদন পদ্ধতি: অনলাইন ও এসএমএস এ আবেদন করা যাবে।   আবেদনের সময়সীমা: আবেদন প্রক্রিয়া ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) পর্যন্ত। যাছাই ও বাছাই তারিখ: ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত। প্রখম মেধা তালিকার ফল প্রকাশ : ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম ১০ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি ঘাট আইটি থেকে এই লিঙ্কেও প্রকাশ করা হবে।    অনলাইনে আবেদন করুন: অনলাইনে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে- www.xiclassadmission.gov.bd অনলাইনে ভর্তি আবেদনে পছন্দের ০৫ থেকে ১০টি কলেজকে নির্বাচন করতে পারবে শিক্ষার্থীরা। নীতিমালা ডাউনলোড করুন লিংক একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ও নির্দেশনা দেখুন ভর্তি সংক্রান্ত তথ্য আপডেট এখানেই দেওয়া হবে।