অনলাইনেই সংশোধন করুন জাতীয় পরিচয়পত্র


বিজ্ঞাপন
জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি হারিয়ে যাওয়া কিংবা তথ্যে ভুল থাকার ঘটনা প্রায়ই ঘটে। ব্যক্তির অতি প্রয়োজনীয় পরিচয়পত্রের ভুল তথ্য ভোগান্তি সৃষ্টি করে অনেক ক্ষেত্রেই। ভুল তথ্য সংশোধন বা হারানো আইডি কার্ড নতুন করে পাওয়া বিষয়ে জটিলতাও কম নয়। তবে অনলাইনে
আরও পড়ুন
বিজ্ঞাপন
আবেদন করে এর সুরাহা করা সম্ভব খুব সহজেই। অনেকেই আছেন বুঝতে পারছেন না, তারা কীভাবে নতুন পরিচয়পত্র পাবেন বা ভুল তথ্য ঠিক করবেন। তাদের জন্যই এই টিপস। প্রথমে রেজিষ্ট্রেশন করতে https://services.nidw.gov.bd/registration এই লিংকে যান। (ওয়েবসাইটটি https ফরম্যাটে হওয়ায় ফায়ারফক্স ব্রাউজারে This Connection is Untrusted এই লেখা আসতে পারে। সেক্ষেত্রে সমাধান হলো প্রথমে Understand the Risks ক্লিক করে তারপর নিচের নির্দেশনা অনুসরণ করুন- On the warning page, click