ইমেজের আকার, রেজলুশন ও ক্যানভাস সাইজ পরিবর্তন করার সহজ উপায়

0
2227
ইমেজের আকার, রেজলুশন

ইমেজের সাইজ পরিবর্তন করার মাধ্যমে কোন ইমেজকে ছোট বা বড় করা হয়।আর এর রেজলুশন পরিবর্তন করার মাধ্যমে অর্থাৎ রেজলুশন বৃদ্ধি করে কোন ইমেজএর কোয়ালিটি অনেকাংশ বৃদ্ধি করা সম্ভভ।ইমেজ সাইজ এবং রেজলুশন পরিবর্তন করার জন্য নিম্ন লিখিত ধাপ গুলো ফলো করতে হবে।-

১। Image Menu তে ক্লিক করতে হবে।

২। Image Menu থেকে Image Size ক্লিক করলে একটি ডায়ালক্স বক্স চলে আসবে সেখান থেকে Pixel Dimensions Section থেকে প্রয়োজনমতো image এর Width, Height এবং Resolution Change করে ওকে বাটনে ক্লিক করুন।

ক্যনভাস সাইজ পরিবর্তনা করার নিয়ম:-

১। Image Menu তে ক্লিক করতে হবে।

২। Image Menu থেকে Canvas Size  ক্লিক একটি Dialog Box চলে আসবে। সেখান থেকে New Size section থেকে প্রয়োজনমতো Canvas এর Width এবং Height Change করে ওকে বাটনে ক্লিক করুন।

 

ভিডিও টিটোরিয়াল দেখতে পারেন- https://youtu.be/OaMHK27i_QI

আপনার মন্তব্য লেখার জন্য..

Please enter your comment!
Please enter your name here