বেসিক ট্রেডের প্রশ্ন ও উত্তর – কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

0
10354
Simple-Basic-Questions-and-Answers-of-Technical-Trade

1. কম্পিউটার কী?
2. আধুনিক কম্পিউটারের জনক কে? 
3. চালর্স ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন? 
4. তথ্য প্রযুক্তি বলতে কী বুঝায়? 
5. বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কোন সালে প্রতিষ্ঠাতি হয় এবং কোন জেলায় অবস্থিত? 
6. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে? 
7. কম্পিউটার স্মৃতি প্রধানত কত প্রকার? 
8. র‌্যাম কী? 
9. রম কী?
10. কম্পিউটারের স্মৃতি প্রধানত কয় প্রকার? 
11. ৫টি হার্ডওয়্যার যন্ত্রের নাম লেখ? 
12. প্রিন্টার কী? 
13. মনিটর কাকে বলে? 
14. কম্পিউটারের মুল অংশ গুলো কি কি?
15. Bios কী?
16. কয়েকটি কম্পিউটার এন্ট্রি ভাইরাস সফটওয়্যারের নাম লেখ?
17. Scanner- এর কাজ কী?
18. পেন ড্রাইভ এর কাজ কি?
19. চারটি ইনপুট ডিভাইজের নাম লিখ?
20. Anti-Virus সফটওয়্যারের কাজ কি?
21. Pen Drive কে I/O বলা হয় কেন?
22. OMR কী?
23. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?
24. অপারেটিং সিস্টেম কী?
25. কম্পিউটার সফটওয়্যার কী?
26. হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী?
27. Shut Down কমান্ডের কাজ কী?
28. অপারেটিং সিস্টেমের কাজ কি?
2৯. হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী?
30. বিট, বাইট কী?
31. কত কিলোবাইটে ১ মেগাবাইট?
32. সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি?
33. মাইক্রোসফট ডস কী?
34. DOS ও Windows কী?
35. Windows কী?
36. Windows XP কী?
37. File শব্দের অর্থ কি বা ফাইল কাকে বলে?
38. Folder (ফোল্ডার) কী?
39. Dialog Box কী?
40. কী-বোর্ডের কত গুলো কী থাকে?
41. সফটওয়্যার কাকে বলে?
42. সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি?
43. অ্যাপ্লিকেশণ সফটওয়্যারকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কি কি?
44. সিস্টেম সফটওয়্যার কি?
45. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি?
46. কাষ্টমাইজড সফটওয়্যার কাকে বলে?
47. মাল্টিমিডিয়া সফটওয়্যার কাকে বলে?
48. গ্রাফিক্যাল সফটওয়্যার কাকে বলে?
49. ইন্টারনেট বেইসড সফটওয়্যার কাকে বলে?
50. ফার্মওয়্যার (Firmware) কাকে বলে?
51. Save ও Save As এর মধ্যে পার্থক্য কী?
52. Merge Cells বলতে কী বুঝায়?
53. ফোল্ডারের কিছু সংখ্যক ফাইল নির্বাচন করার ধাপগুলো ধারাবাহিক ভাবে লিখা যায় কিভাবে?
54. ডকুমেন্টের কিছু অংশে বোল্ড করার কমান্ড লিখ?
55. ইংরেজী শব্দের প্রতিশব্দ কিভাবে বের করতে হয়, লিখ?
56. Ms Word এ কিভাবে Page Setup/ Margin Setup করা যায়, তা বর্ণনা কর?
57. Ms Word এ মেইল মার্জ বলে কী বোঝায়?
58. Ms Word এ  ম্যাক্রো ব্যবহারের সুবিধা সমূহ উল্লেখ্য কর?
59. Column Break করার জন্য কী -বোর্ড থেকে প্রদত্ত কমান্ড কী?
60. Macro কী?
61. Recycle bin এর ব্যবহার লিখ?
62. Ctrl + Z কমান্ডের কাজ লিখ?
63. কী বোর্ড থেকে প্রদত্ত প্রিন্ট কমান্ডটি লেখ?
64. File Menu Bar এ ব্যবহৃত চারটি Sub- Menu এর নাম লিখ?
65. Replication এর কাজ কী?
66. একটি Folder তৈরি করার ধাপ লেখ?
67. ডকুমেন্ট প্রিন্ট করার ধাপগুলো উল্লেখ কর?
68. Paste এ শর্টকার্ট কমান্ড কী?
69. Ms Word এ কলাম কোন মেনুর অধীনে?
70. Page Setup কাকে বলে?
71. Header কাকে বলে বা কী?
72. একটি English  Font এবং একটি Bangla Font এর নাম লেখ।
73. ফাইল সেভ করলে কি ঘটে?
74. Bijoy Keyboard এর Bangla to English বা English to Bangla করার শর্টকার্ট কী কোনটি?
75. Footnote কী?
76. MS Word এ Text Alignment কয় প্রকার ও কি কি লেখ।
77. Print Preview এর কাজ কী?
78. MS Access Program এ export এর কাজ কী?
79. বিজয় ৫২ কে তৈরি করেছেন?
80. MS Word এর Menu Bar এ ব্যবহৃত Menu গুলোর নাম লেখ?
81. Document Close করার কী-বোর্ড কমান্ড লেখ?
82. MS Word এ Ctrl + D কমান্ড প্রয়োগ করলে কী আসে?
83. কোন প্যারাকে Left, right এবং center করার কী-বোর্ড কমান্ড লেখ?
84. ‘ক্ষ’ লেখতে কী-বোর্ড থেকে ইংরেজী কোন কোন ‘কী’ চাপতে হবে?
85. MS Word কী ধরনের সফটওয়্যার?
86. Row/Columm Auto Fit কেন করা হয়?
87. Word art কী?
88. রিসাইকেল বিন থেকে ফাইল উদ্ধারের ধাপগুলো লেখ?
89. Editing Screen কী?
90. নতুন ফাইল খোলার জন্য কী কমান্ড ব্যবহার করা হয়?
91. লুকানো Column খুঁজে বের করতে কী ব্যবহার করা হয়?
92. Title Case এ একটি বাক্য লেখ?
93. কোন লেখাকে বড় করার কী-বোর্ড কমান্ড কী?
94. স্প্রেডশীট প্রোগ্রাম কী?
95. কয়েকটি স্প্রেডশীট প্রোগ্রাম নাম লিখ?
96. টেবিল মার্জ করা বলতে কী বুঝায়?
97. ওয়ার্কশীট কাকে বলে?
98. ওয়ার্কবুক কাকে বলে?
99. হরিজন্টাল স্ক্রলবার কী?
100. ফাংশন কী?
(এখন আমরা উত্তর গুলো দেখবো- তবে লিখার সময় একটু ভুলও হতে পারে ক্ষমা করবেন ও কমেন্ট করে জানাবেন, সংশোধন করে দিবো) তবে হ্যঁ হাজার প্রশ্ন পাবেন একটি মাত্র অ্যাপের মাধ্যমে বেসিক ট্রেড থেকে প্রায় ১০০শত অ্যাপের কাজ করবে একটি অ্যাপ শুধুমাত্র গুগল প্লেষ্টোরে- বাংলায় লিখুন “ডিজিটাল বাংলা” এখন উত্তর দেখুন:-

১) উত্তর: কম্পিউটার একটিইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, যা পূর্বেলিখিত নির্দেশনা অনুসারে (যাকে প্রোগ্রাম বলে) উপাত্ত (Data) সংরক্ষণ করতে পারে,প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য (Information) প্রদর্শন করতে পারে। প্রাধমিকঅবস্থায় এটি শুধু গননার কাজে ব্যবহার করা হত। বর্তমানে কম্পিউটার দিয়ে গাণিতিক,যৌত্তিক ও সিন্ধান্তমুলক কাজ করা যায়।

২)উত্তর:চালর্স ব্যাবেজ  
 
৩)উত্তর: ডিফারেল ইঞ্জিনতৈরি করার মাধ্যমে চালর্স ব্যাবেজ কম্পিউটার তৈরির সুম্পষ্ট ধারণা দেন, তাই তাকেকম্পিউটারের জনক বলা হয়।
 
৪)উত্তর: তথ্য সংগ্রহ, এরসত্যতা ও বৈধতা যাছাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি।
 
৫)  উত্তর: ১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকাজেলায় অবস্থিত। 
 
৬)উত্তর: লেডি এডা অগাস্টা  
 
৭)উত্তর: দুই প্রকার।i)Primary Memory ii) Secondary Memory  
 
৮)উত্তর: মাদারবোর্ডের সাথেসরাসরি সংযুক্ত যে স্মৃতিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায়, সে স্মৃতিকের‌্যাম স্মৃতি বলা হয়। এই স্মৃতি একটি অস্থায়ী স্মৃতি।  
 
৯)উত্তর: প্রধান স্মৃতিরএই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় ও অধ্ধংসাত্বক। কম্পিউটার তৈরি করার সময় এই স্মৃতিতেকিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিউটার বন্ধ করলেও এই স্মৃতিতে রক্ষিত কোন তথ্যমুছে যায় না। এটি একটি পঠন স্মৃতি।    
 
১০)  উত্তর: কম্পিউটারের স্মৃতি প্রধানত ২ প্রকার, যথা i) প্রধান বাপ্রাইমারি মেমরি ও ii) সহায়ক বা সেকেন্ডারি মেমরি।  
 
১১)  উত্তর: i)Mouse, ii) Keyboard, iii) Monitor, iv) Printer, v)Speaker  
 
১২)  উত্তর: প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, কম্পিউটারের তথ্যপ্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।  
 
১৩)  উত্তর: কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দাব্যবহার করা হয়, তাকে মনিটর বলে।  
 
১৪)  উত্তর: i) input Unit ii)Output Unit iii)CPU Unit  
 
১৫)  উত্তর: Basic input Output System এর সংক্ষিপ্ত রূপকেই Bios বলাহয়।এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।  
 
১৬)  উত্তর: Kaspersky, Avira, Avast, Norton ইত্যাদি।  
 
১৭)  উত্তর: Scanner এর মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা তথ্য কম্পিউটারেঅবজেক্ট আকারে ইনপুট করা হয়।  
 
১৮)  উত্তর: তথ্য স্টোর করে রাখা।  
 
১৯)  উত্তর: i) Keyboard, ii) Mouse iii) Scanner iv) Joystick  
 
২০)  উত্তর: Anti-Virus হল কম্পিউটারের ভাইরাস প্রতিশোধক। কম্পিউটারেরপ্রোগ্রামসমূহকে ভাইরাস মুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারউপযোগী পরিবেশ সৃষ্টি করাই এর কাজ। বর্তমানে এ জাতীয় অনেক প্রোগ্রাম পাওয়া যায়।  
 
২১)  উত্তর: পেন ড্রাইভ কম্পিউটারের একটি সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করাহয়। এর সাহায্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়,বিধায় এই সহায়ক মেমোরি একই সাথে ইনপুট ও আউটপুটের কাজ করে। এ কারণে পেন ড্রাইভকেI/O ডিভাইজ বলা হয়।
 
২২)  উত্তর: এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। বিশেষ ঙগজ শিটের মার্ককেপাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে।  
 
২৩)  উত্তর: ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃতপ্রোগ্রামকে ব্যবহারিক প্র্রোগ্রাম বা অ্যাপ্লিকেশণ সফটওয়্যার বলা হয়।  
 
২৪)  উত্তর: অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার, যা কোন কম্পিউটারসিস্টেমের রিসোর্স সমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে।
 
২৫)  উত্তর: কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবেলিখিত সুশৃঙ্খল কতকগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বা সফটওয়্যার বলে।  
 
২৬)  উত্তর: প্রাণ  
 
২৭)  উত্তর: Windows Operating System হতে বের হওয়ার জন্য এই কমান্ডব্যবহার করা হয়।  
 
২৮)  উত্তর: Operating Systemকম্পিউটারের Hardware কে সচল করে এবং Hardware এবং Software এর মধ্যে সংযোগস্থাপনের কাজ করে থাকে।  </item>
<item>২৯)  উত্তর: প্রাণ  
 
৩০)  উত্তর: বীট- বাইনারী নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০ (শুন্য) এবং ১(এক) কে বিট বলে। বাইট- আট বিটে এক বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোন বর্ণ,অঙ্ক বা বিশেষ চিহৃকে প্রকাশ করা হয়ে থাকে।  
 
৩১)  উত্তর: 1024 KB = 1MB  
 
<item>৩২)  উত্তর: বাইনারি।   </item>
 
৩৩)  উত্তর: ডস শব্দের অর্থ ডিস্ক অপারেটিং সিস্টেম। ইহা একটি বর্ণভিক্তিকঅপারেটিং সিস্টেম।   
 
৩৪)  উত্তর: ডস একটি বর্ণভিক্তিক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ একটিচিত্রভিক্তিক অপারেটিং সিস্টেম।     
 
৩৫)  উত্তর: উইন্ডোজ একটি চিত্র ভিক্তিক অপারেটিং সিস্টেম। এই অপারেটিংসিস্টেম চিত্রের আইকন উপর ক্লিক করে কাজ করা যায়।  
 
৩৬)  উত্তর: কম্পিউটার পরিচালনার জন্য একটি সিস্টেম সফটওয়্যার।
 
৩৭)  উত্তর: যখন কোন ডকুমেন্ট কে কোন নাম দিয়ে সংরক্ষণ করা হয়, তখন তাকেফাইল বলে।
 
৩৮)  উত্তর: ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তাছাড়াও ফোল্ডারের মধ্যেফোল্ডারও রাখা যায়, একে সাব-ফোল্ডার বলে।
 
৩৯)  উত্তর: Text এবং Message  সম্বলিত বক্স যেখানেপ্রয়োজনীয় নির্দেশনা যেমন- Ok, Cancel, Save ইত্যাদি তথ্য থাকে।
 
৪০)  উত্তর: ১০৪টি বা কখনও কখনও এর চেয়েও বেশি থাকতে পারে।

৪১)  উত্তর: সফটওয়্যার কম্পিউটারের ভাষায় Soft শব্দের অর্থ নরম অর্থাৎ হাতদ্বারা ছোঁয়া যায় না, আর Ware শব্দের অথ্য সুক্ষ। কম্পিউটার চালানোর সময়কম্পিউটাকে যে সমস্ত নির্দেশনা প্রদান করা হয়, যাদেরকে ছোঁয়া যায় না, সে সবনির্দেশনার সমষ্টিকে সফটওয়্যার বলে।
 
৪২)  উত্তর: সফটওয়্যার সাধারণত দুই প্রকার। যথা: i) সিস্টেম সফটওয়্যার ii)অ্যাপ্লিকেশণ সফটওয়্যার
 
৪৩)  উত্তর: অ্যাপ্লিকেশণ সফটওয়্যারকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে যথা: ১)কাস্টমাইজড সফটওয়্যার, ২) মাল্টিমিডিয়া সফটওয়্যার, ৩) গ্রাফিক্যাল সফটওয়্যার, ৪)ইন্টারনেট বেইসড সফটওয়্যার।

৪৪)  উত্তর: যে সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারকে সচল করে উহাপরিচালনায় সাহায্য করে সেই সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার বলে।
 
৪৫)  উত্তর: যে সফটওয়্যার ব্যবহারকারীর ব্যবহারিক কাজের নিমিত্তেবাণিজ্যিক ভিক্তিতে তৈরি করা হয়, তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে।
 
৪৬)  উত্তর: এই সফটওয়্যার বিভিন্ন জাতীয় বিনোদনমূলক সফটওয়্যার, যেমন-Game,Fun ইত্যাদি।
 
৪৭)উত্তর: এই সফটওয়্যারের মাধ্যমে অডিও ও ভিডিও গান শুনতে পাই,তা হল মাল্টিমিডিয়া সফটওয়্যার। যেমন-
JetAudio, Superdecoder, Xingplayer, KMPlayer, Windows MediaPlayer ইত্যাদি
 
৪৮)  উত্তর:এই সফটওয়্যার Graphics এর কাজ করতে সাহায্য করে,তাকে গ্রাফিক্যাল সফটওয়্যার বলে। যেমন-Adobe
Photoshop, Adobe Illustrator
 
৪৯)  উত্তর: এই সফটওয়্যার এর মাধ্যমে ইন্টারনেটের কাজ করা হয়। তাকেইন্টারনেট বেসড সফটওয়্যার বলে। যেমন – Mozilla Firefox, Google Chrome, InternetExplorer, UC Browser ইত্যাদি
 
৫০)  উত্তর: ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যাকে কম্পিউটার তৈরিরসময়ে কম্পিউটারের মেমরিতে রম-এ স্থায়ীভাবে ধারণ করে দেয়া হয়। এ জাতীয় প্রোগ্রামকেবলমাত্র কম্পিউটারে এর পর্দায় দেখা যায়। কম্পিউটার ব্যবহারকারি কর্তৃক এ জাতীয়প্রোগ্রামকে কোনরূপ পরিবর্তন বা সংশোধন সুযোগ থাকে না। ক) কম্পিউটার মেমরিপ্রদর্শন খ) নির্দেশনাবলি বা ডাটা লোড করে ও গ) প্রোগ্রাম রান করে।
 
৫১.  উত্তর: কোন ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথম বারের মত সেভ করতেচাইলে Save as ব্যবহার করা হয়, অথবা- সেভ করা ফাইলকে ভিন্ন নামে সংরক্ষন করাও যায়।পূর্বের কোন ডকুমেন্ট এ নতুন কোন অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন save ব্যবহারকরা হয়।

৫২.  উত্তর: একাধিক সেল একত্রিত করা ।

৫৩.  উত্তর: Folder এর উপর Mouse পয়েন্টার রেখে Right ButtonClick>Open>Double Click করে Ctrl Key চেপে যে যে ফাইল নির্বাচন করারপ্রয়োজন সেই ফাইলের উপর মাউস দিয়ে ক্লিক করে করে নির্দিষ্ট ফাইলগুলো নির্বাচন করাযায়।

৫৪.  উত্তর: Shift+Arrow Key এবং Ctrl+B

৫৫.  উত্তর: Tools Menu> Spelling and Grammar>Spelling andGrammar- এ প্রতিশব্দ দেখা যাবে।

৫৬.  উত্তর: File> Page Setup >Page Setup Dialog Box থেকে Left,Right, Top, Botton Option প্রয়োজনীয় মার্জিন সিলেক্ট করে ওকে দিতে হবে। অথবাআপডেট ভার্সনে: Page Layout Reborn পাওয়া যাবে এই অপশন গুলি। 

৫৭.  উত্তর: একই চিঠি, মেইলিং লেভেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায়ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠিরসাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করারপদ্ধতিকে মেইল মার্জ বলে। অথবা, একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হল মেইল মার্জ।
৫৮.  উত্তর: ক)এ কাজ বার বার করার প্রয়োজন হয় না। খ) কম সময়ে অনেক বেশিকাজ সম্পুন্ন করা যায়। গ)নির্ভূলভাবে কাজ সম্পাদন করা যায়।
৫৯.  উত্তর: ALT+I, B,C,ENTER
৬০.  উত্তর: একটি কমান্ডের সমষ্টিকে Macro বলে।
৬১.  উত্তর: Delete করা Data সংরক্ষণ করা ও পূনরায় ফিরিয়ে দেয়া।
৬২.  উত্তর: Undo করার জন্য।
৬৩.  উত্তর: Ctrl + P

৬৪.  উত্তর: Save, Save As, Print, Page Setup, New file, Open File.

৬৫.  উত্তর: Table এর ছায়া টেবিল তৈরির জন্য সাধারণত ব্যবহৃত হয়ে থাকে।

৬৬.  উত্তর: Mouse এর Rightবাটন ক্লিক- New ক্লিক- Folder এ ক্লিক করে ফোল্ডার এর একটি নাম দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে।

৬৭.  উত্তর: File- Print- Print dialog box হতে প্রয়োজনীয় অফশন সিলেক্টকরে ওকে বাটনে ক্লিক।

৬৮.  উত্তর: Copy Command: Ctrl +C, Paste Command: Ctrl + V

৬৯.  উত্তর: ফরমেট মেনুর অধিনে।

৭০.  উত্তর: এমএস অফিস এর কোন প্রোগ্রামে কোন ডকুমেন্ট তৈরি করার পরসেটা প্রিন্ট দিতে হলে, কোন আকারের পৃষ্ঠা ব্যবহার হবে, পৃষ্ঠার মার্জিন কতটুকুহবে এসব কিছুকে একত্রে পেজ সেটআপ বলা হয়।


৭১.  উত্তর: প্রতিটি পৃষ্ঠার মার্জিনের উপরের অংশ।

৭২.  উত্তর: বহুল প্রচলিত ইংলিশ ফন্ট হল Times New Roman এবং Bangla Fontহল  SutonnyMJ

৭৩.  উত্তর: ফাইল সেভ করলে একটি নিদিষ্ট নামে কোন একটি ডকুমেন্টকে সংরক্ষনকরা যায়।

৭৪.  উত্তর: Ctrl + Alt + B

৭৫.  উত্তর: প্রতিটি পৃষ্ঠার নিচে টিকা লেখা হলে ফুটনোট।

৬.  উত্তর: ৪ প্রকার।যথা: Left, Centered, Right, Justified 

৭৭.  উত্তর: কোন ডকুমেন্টকে Print করার পূর্বে তা দেখার জন্য PrintPreview ব্যবহৃত হয়।

৭৮.  উত্তর: এমএস অ্যাক্সেস হতে এক্সেল এ ডাটা কপি করা।

৭৯.  উত্তর: মোস্তফা জব্বার।

৮০.  উত্তর: File, Edit, View, Insert, Format, Tools, Table, Window,Help.

৮১.  উত্তর: Ctrl + F4

৮২.  উত্তর: Font ডায়ালগ বক্স প্রদর্শিত হয়। 

৮৩.  উত্তর: ব্লক করার পর Ctrl +L, Ctrl + R, Ctrl + E এছাড়াও Justify এরজন্য Ctrl + J ব্যবহার করা হয়।

৮৪.  উত্তর: J + G +Shift +N

৮৫.  উত্তর:এম এস ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।

৮৬.  উত্তর: Row/Columm এর Height এবং Width স্ট্যান্ডার্ড সাইজ রাখারজন্য Auto Fit ব্যবহার করা হয়।

৮৭.  উত্তর: Word art হলো এমএস ওয়ার্ড ব্যবহৃত একটি বিশেষ ইফেক্ট। এর মাধ্যমে ডকুমেন্টেরটেক্সটকে ডেকোরেটিভ করে তোলা যায়।

৮৮.  উত্তর: Recycle Bin> File name select করতে হবে, ফাইল এ ক্লিককরতে হবে, Restore এ ক্লিক করতে হবে।

৮৯.  উত্তর: এডিটিং স্ক্রিন হলো স্ক্রীনে টেক্সট এডিট করার প্রক্রিয়া।

৯০.  উত্তর: Ctrl + N

৯১.  উত্তর: Select All Column > Home > Format > Visibility> Hides, Unhide> Unhide Columns.

৯২.  উত্তর: A quick brown fox jumps over the lazy dog. এক্ষেত্রে অর্থাৎTitle Case এ প্রতিটি Word এর প্রথম অক্ষর capittal হবে।

৯৩.  উত্তর: Ctrl + } ছাড়ানোপাতার মতো সেলভিক্তিক বিশাল কার্য এলাকাবিশিষ্ট হিসাব-নিকাশের প্রোগ্রাম বাসফটওয়্যারকে স্প্রেডশীট প্রোগ্রাম বা

৯৪.  উত্তর: স্প্রেডশীটপ্রোগ্রাম: স্প্রেডশীট শব্দটির আভিধানিক অর্থ ছাড়ানো পাতা। মাইক্রো কম্পিউটারেরজন্য তৈরী
স্প্রেডশীট বলে।

৯৫.  উত্তর: উল্লেখযোগ্য কয়েকটি স্প্রেডশীট প্রোগ্রাম হচ্ছে: ক)মাইক্রোসফট এক্সেল খ) লোটাস-১-২-৩, গ) কোয়াট্রো প্রো, ঘ) সুপারক্যাল্ক, ঙ) সরকিম,চ) মাল্টিপ্ল্যান।

৯৬.  উত্তর: দুটো টেবিলকে একত্রিত করাকে টেবিল মার্জ করা বলে।

৯৭.  উত্তর: সুবিশাল শীটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশীট বলে।ওয়ার্কশীট মুলত বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলী সম্পাদন করা হয়।

৯৮.  উত্তর: মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশীট বিভিন্ন তথ্য সন্নিবেশিত তরেতা বিশ্লেষণ বা পরিগণনা করা হয়। কাজ করার পর ভবিষ্যতে ব্যবহারের জন্য কোন নামেডিস্ক সংরক্ষণ করা যায়। সংরক্ষিত স্প্রেডশীটকে ফাইল বা ওয়ার্কবুক বলা হয়।

৯৯.  উত্তর: বড় ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় পর্দায় সকল লেখা একই সাথে দেখাযায় না। প্রয়োজন অনুযায়ী দ্রুত ডকুমেন্টের যে কোন জায়গায় গিয়ে তা পর্দায় করারজন্য পর্দায় নিচের দিকে ডানে-বামে যে স্ক্রল বার দেখা যায় তাকে হরিজন্টালস্ক্রলবার বলে।

১০০.  উত্তর: কোন বিশেষ হিসাব-নিকাশ সম্পাদনের জন্য, মান নির্ণয়ের জন্যস্প্রেডশীট গুলোতে পূর্বে থেকে নির্ধারিত ফর্মূলাকে ফাংশন বলে। 


তবে হ্যঁ হাজার প্রশ্ন পাবেন একটি মাত্র অ্যাপের মাধ্যমে বেসিক ট্রেড থেকে প্রায় ১০০শত অ্যাপের কাজ করবে একটি অ্যাপ শুধুমাত্র গুগল প্লেষ্টোরে- বাংলায় লিখুন “ডিজিটাল বাংলা” অথবা এই লিংক থেকে সরাসরি ডাউনলোড করুন:
https://play.google.com/store/apps/details?id=com.ghatit.www.digitalbangla

আপনার মন্তব্য লেখার জন্য..

Please enter your comment!
Please enter your name here