fbpx

বাংলাদেশ ওয়েভ ফাউন্ডেশন এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Facebook
বাংলাদেশ ওয়েভ ফাউন্ডেশন এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিজ্ঞাপন

হ্যাচারী এন্টারপ্রাইজসমুহের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সিডিসিতে কৃষক ও কৃষি কাজের সাথে সংশ্লিষ্টদের চলমান প্রশিক্ষরে পাশাপাশি কৃষি উদ্যোক্তাদের উন্নত প্রশিক্ষণ প্রদান, কৃষি ভিত্তিক এন্টারপ্রাইজ গড়ে তুলতে সংশ্লিষ্টদের কারিগরি ও প্রসেসিং সহায়তা ইত্যাদি কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার লক্ষ্য হচ্ছে, সিডিসিকে পর্যায়ক্রমে 'এগ্রো রিসাের্স সেন্টার' হিসেবে উন্নীত করা। এ প্রেক্ষাপটে সিডিসি ও সিডিসি কেন্দ্রিক সকল কার্যক্রমের সার্বিক সমন্বয়ের জন্য সহকারী পরিচালক সমমানের একজন দক্ষতাসম্পন্ন সিডিসি ম্যানেজার নিয়ােগ প্রদান করা হবে। দায়িত্ব ও কর্তব্য বিবরণী: সিডিসিতে অবস্থিত সকল এন্টারপ্রাইজ; সিডিসি ও সিডিসি কেন্দ্রিক সকল প্রকল্পের ব্যবস্থাপনা; সকল কার্যক্রমের মনিটরিং ও সুপারভিশন; সকল কার্যক্রমের সার্বিক সমন্বয়। শিক্ষাগত যােগ্যতা: যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর । অভিজ্ঞতা: যেকোন আন্তর্জাতিক/জাতীয় সংস্থায় ব্যবস্থাপনা পর্যায়ে ১০ বছর ও ফার্ম ব্যবস্থাপনার কাজে ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৪৫ বছর। মােটর সাইকেল চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কর্মক্ষেত্র: সিডিসি, কোষাঘাটা, চুয়াডাঙ্গা। বেতন-ভাতা : সর্বসাকুল্যে ৬০,০০০/- টাকা। জ্বালানী-রক্ষণাবেক্ষণ, টিফিন ও উৎসব ভাতা প্রযােজ্য হবে। কমপক্ষে ২ বছর চাকরীতে বহাল থাকার মানসিকতা থাকতে হবে। ১ বছর পর কাজের ফলাফল মুল্যায়ণের ভিত্তিতে স্থায়ী নিয়ােগের সুযােগ থাকবে। চাকুরী স্থায়ীকরণের পর বর্ধিত বেতনসহ অন্যান্য সুবিধা (প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও কর্মী কল্যাণ ইত্যাদি) প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (যােগাযােগ নম্বরসহ), শিক্ষার সনদ ও জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, এক কপি ছবিসহ আগামী ২১ জুলাই ২০২২ তারিখের মধ্যে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রােড, মােহাম্মদপুর, ঢাকা -১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযােগ দেওয়া হবে এবং প্রার্থীর মােবাইল নম্বরে যােগাযােগ করা হবে। নিয়ােগের সময় শর্ত প্রযােজ্য হবে। উল্লেখ্য যে, কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। www.wavefoundationbd.org


Warning: session_start(): Cannot start session when headers already sent in /home/ghatitco/public_html/wp-content/themes/ghatit-news-theme/includes/funcation-ex.php on line 437