সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষার টেন্ডার নোটিশ


বিজ্ঞাপন
সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষার টেন্ডার নোটিশ পরীক্ষার্থীঃ ১,৩৭,৪৭৬ জন Invitation for Tender: MCQ Test, Written Examination and Result Publication for Recruitment of Officer (General) of 9(Nine) Banks. নন বর্তমান সময়ের ব্যাংকের নিয়োগ পরীক্ষা হয়ে থাকে ফ্যাকাল্টিভিত্তিক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যখন জানা যাবে যে পরীক্ষার দায়িত্ব কোন ফ্যাকাল্টি নিয়েছে, তাহলে সে আলোকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া যাবে। সাধারণত আইবিএ, বুয়েট, এইউএসটি ইত্যাদির অধীনে পরীক্ষা নেওয়া হয়। বিগত প্রশ্ন দেখে বুঝতে হবে কোন ফ্যাকাল্টির প্রশ্নের ধরন কেমন, কোন ফ্যাকাল্টির পরীক্ষায় কোন কোন টপিকস থেকে বেশি প্রশ্ন আসে। এ জন্য প্রস্তুতির শুরুতেই ফ্যাকাল্টিভিত্তিক বিগত সালের প্রশ্ন (সমাধানসহ) সংবলিত বই বাজার থেকে সংগ্রহ করতে হবে।