মাস্টার্স প্রিলিমিনারী ভর্তি রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ

মাস্টার্স প্রিলিমিনারী (নিয়মিত) ভর্তি রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ, কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন ও পত্ৰকোড এন্ট্রি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে প্রিলিজ প্রিপের মেধা তালিকা ১৪ জুন ২০১৭ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS (nu<space>atmp<spaceoll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এক ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া আৰে। উল্লেখ্য যে, ২০১৯২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি কোন শিক্ষার্থী অন্য কোন শিক্ষা কার্যক্রমে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ১৯ জুন ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পুরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তি কারণে ঐ শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রদর্শিত প্রতি নির্দেশিকা থেকে জানা যাবে।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে

ক) | রিলিজ প্রিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ ১৪/০৬/২০১২ তারিখঃ শিক্ষশীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Applicant তারিখ ২১/০৬/২০১২ LogIn অপশন থেকে Masters Prell. (Regular) Login লিংকে ক্লিক করে ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি ৮৩৫/-(আটশত পয়ত্রিশ) টাকা তারিখ ১৫/০৬/২০২২ হারে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখ: ২২/০৬/২০২২ গ) | কলেজ কর্তৃক রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ। ১৫/০৬/২০১২ এ লক্ষ্য কলেজ কর্তপক্ষকে রিলিজ প্লিপের মেধা তালিকায় প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে চুড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। ২৩/০৬/২০২২ | কলেজ কর্তৃক রিলিজ প্রিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অশ| ২৬/০৬/২০১২ শিক্ষার্থী প্রতি ৮৩৫/- (আটশত পয়ত্রিশ) টাকা হারে যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ। এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে College Login এর মাধ্যমে Admission Payment Info (Proll.) অপশনে ৩০/০৬/২০২২ ক্লিক করে Pay Slip ডাউনলােড করতে হবে। Pay Slip এ দুশিই “রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয়ী হিসাব। নম্বর- 0218100000134 উল্লেখপূর্বক মােট টাকার অক লেখা থাকবে এক এর প্রিন্ট কপি নিয়ে নিকট যে কোন সােনালী ব্যাংক শাখায় ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

আপনার মন্তব্য লেখার জন্য..

Please enter your comment!
Please enter your name here