Available Features :
ভার্সন ০২ এতে পাবেন : ১। ছাত্র/ছাত্রী এড করার সহজ পদ্ধতি ও এক নজরে ভর্তি ফি, বকেয়া ফি, সিরিয়াল, ভর্তি আইডি, নাম , মোবাইল ও ভর্তির তারিখ। এছাড়াও সেখান থেকে সেশন / ইয়ার/ কোর্স দিয়ে সমস্ত ছাত্র/ছাত্রীর তথ্য প্রিন্টসহ দেখতে পারবেন। আইডি অথবা এ্যানি কী দিয়ে সার্স দিয়ে তথ্যকে ইডিট করতে পারবে ও ডিলিট অপশন আছে সেখানে। (বিশেষ বিষয় হচ্ছে- আপনি এড করার সময় অটো নতুন আইডি যোগ হবে এবং চাইলে কাষ্টম আইডি বসাতে পারবেন।
২। পেমেন্ট অপশন সবচেয়ে গুরুত্ব পুর্ণ একটি বিষয় একটি প্রতিষ্ঠানের এই কথা মাথায় রেখে সব কিছু ব্যবস্থা করা আছে। একটু খেয়াল করুন। ছাত্র/ছাত্রী ভর্তির সময় কোর্স ধরিয়ে দিবেন অটো কোর্স ফিগার চলে আসবে- ইচ্ছা করলে সেখানে কাষ্টম এমাউন্ট বসাতে পারবেন এবং ডিসকাউন্ট টাকায় লিখলে হবে খুব সহজ করা হয়েছে- ও পরবর্তীতে ইডিট করতে পারবেন। এখন যদি পেমেন্ট করুন আইডি দিবেন সব তথ্য দেখে পেমেন্ট করবেন। মানি রিসিভ এখানে দুই ধরনের দিতে পারবেন। অনেক বিষয় মাথায় রেখে করা হয়েছে। আসুন এরপর ব্যালেন্স শীট আজ কতজন ভর্তি টাকা ইত্যাদি এবং পূর্বের হিসাব অথবা কোর্স / ইয়ার ইত্যাদি দিয়ে ব্যালেন্সশীট অনলাইন অথবা অফ লাইনে দেখতে পাবেন আর ছাত্র/ছাত্রীর তো বকেয়া তালিকা সুন্দর করে প্রিন্ট করতে পারবেন।
৩। সেশন নতুন ও ইডিট পরিবর্ত সব করতে পারবেন।
৪। কোর্স পরিবর্তন ইডিট নতুন সব কিছু করতে পারবেন। আরো অবাক করার বিষয় হচ্ছে এখানে পূর্বে কোর্সের টাকা যথই থাক নতুন কোর্স আপডেট করলে পূর্বের কোন তথ্যের গোলমাল হবে না।
৫। ছাত্র/ছাত্রীর তথ্য এবং টাকা পেমেট রিসিভ সহজে প্রিন্ট করে দিতে পারবেন। পৃথক পৃথক মানি রিসিভ নাম্বার দিয়ে ও বাহির করা যাবে।
৬। নতুন ইউজার তৈরি করতে পারবেন এবং ডিলিট/ইডিট করতে পারবেন।
৭। এডমিন পাসওয়ার্ড পরিবর্তন সহ সব ধরনের কাজ করতে পারবেন। ধন্যবাদ