জানুন বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট কি ?


জানুন বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট কি ?
বিজ্ঞাপন
আজকাল আমরা হরদমই ব্যবহার করি মেগাবাইট গিগাবাইট, এমনকি টেরাবাইটও আজকাল সাধারন জিনিস হয়ে যাচ্ছে। আর এ পরিমাপ পদ্ধতিগুলোর পরিচিতিতে বিশেষ অবদান রাখছে তথ্য প্রযুক্তি। তথ্য ধারন এবং তথ্য চলাচল পদ্ধতির পরিমাপে সবসময়েই ব্যবহার হয়েছে এই পরিমাপ মান গুলো। ইন্টারনেটের স্পীড বোঝাতে
আরও পড়ুন
বিজ্ঞাপন
আমরা ব্যবহার করি বিট মানটি। আর এ বিট হলোে এ গুলোর একক। এ কারনে কম্পিউটার স্মৃতির ধারণক্ষমতার পরিমাপের ক্ষুদ্র একক হিসেবে বিট ব্যবহৃত হয়। আমরা এখন সবগুলো সম্পর্কে জানবো এবং পরিমাপ শিখবো ভাল করে। বিট বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 0 (শূন্য) এবং 1 (এক) কে বিট বলে। ইংরেজি Binary শব্দের Bi ও Digit শব্দের t নিয়ে Bit শব্দটি গঠিত। কম্পিউটার স্মৃতিতে রক্ষিত