Microsoft Excel Window এর পরিচিতি
বিজ্ঞাপন
Workbook: Microsoft Excel Window: এক বা একাধিক ওয়ার্কশীট সম্বলিত মাইক্রোসফট এক্সেলের এক একটি ফাইলকে বলে ওয়ার্কবুক। ওয়ার্কবুক প্রয়োজনীয় কাজ করে তা সংরক্ষণের জন্য Save কমান্ড প্রয়োগ করলে, Save As ডায়ালগ বক্সের Name টেক্সটবক্সে একটি নাম এন্ট্রি করে Save বাটনে ক্লিক করলে
আরও পড়ুন
বিজ্ঞাপন
Active ওয়র্কশীটগুলো একটি ওয়ার্কবুকে পরিণত হয়। কোন ওয়ার্কশীটকে ওপেন করার জন্য আগে ওপেন করতে হয় সংশ্লিষ্ট ওয়ার্কবুককে। সংরক্ষেপে বলা যায়, মাইক্রোসফট ওয়ার্ডে যাকে ডকুমেন্ট বলা হয় মাইক্রোসফট এক্সেলে তাকে বলা হয় ওয়ার্কবুক। Worksheet: Microsoft Excel Window : মাইক্রোসফট ওয়ার্ডের ফইলে থাকে এক বা একাধিক পেজ। পক্ষান্তরে এক্সেলের ওয়ার্কবুকে থাকে এক বা একাধিক ওয়ার্কশীট। এক্সেলে যে কোন কাজ করার একমাত্র স্থান হলো ওয়ার্কশীট।