কম্পিউটার অফিস ম্যানেজমেন্ট কাকে বলে?
সর্বক্ষেত্রে কম্পিউটার শিক্ষা দরকার যা কিনা বর্তমান যুগের একমাত্র চাবি বলা চলে। আপনি একটু লক্ষ্ করেন যে চাকুরি বার্তা খুলতেই চোখে পরে কম্পিউটার জানা অত্যাবশ্যক এবং তিন অথবা ছয়মাসের কোর্সের সাথে এ্যাপটিচিউড টেষ্টে উর্ত্তীণ হতে হবে। তাই সবার আগে আপনাকে কম্পিউটার অফিস ম্যানেজমেন্ট বা কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশণ কোর্সটি জানতে হবে । যেমন অফিসের অফিস চার্ট, গ্রাফ, টেবিল, নোটিশ, স্প্রীডসীট, ডাটাসীট, রিপোর্ট, প্রেজেন্টেশন , গানিতিক বিষয় গুলো এ্যাডভান্সড লেভেল শিখতে হবে। ইত্যাদি বিষয় গুলো আপনাকে দক্ষতার সহিত করতে হবে এবং তা শিখতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে, একটা অফিসের অফিস চার্ট, গ্রাফ, টেবিল, নোটিশ, স্প্রীডসীট, ডাটাসীট, রিপোর্ট, প্রেজেন্টেশন, গানিতিক বিষয় গুলো সঠিক ভাবে পরিচালনা করাকে আমরা কম্পিউটার অফিস ম্যানজমেন্ট বলি।
কেন আপনি এই অফিস ম্যানেজমেন্ট কোর্সটি শিখবেন?
বর্তমান পেক্ষপট অনুযায়ী কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স করে ব্যক্তিগত, অর্থনৈতিক, রাজনৈতিক, পারবারিক, সামাজিক, অফিস-আদালত ইত্যাদি কর্মক্ষেত্রে এই অফিস কোর্সটি দরকার এবং গুরুত্বপুন এখন যারা ল্যাপটপ ও কম্পিউটার ব্যবহার করে তাদের অফিসিয়াল কোর্সটি দারকার। ব্যাক্তিগত বা অফিসিয়াল কাজে দেখা গেল আপনার একটি লোগ বা গ্রাফিক্স ডিজাইন একটি টেপপ্লেট বা ওয়েব ডিজাইনে লাগে সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই অফিস ম্যানেজমেন্ট বা অফিস এ্যাপ্লিকেশন কোর্সটি জানা অত্যাবশ্যক।
এই কোর্সে বিশেষ কারে যা টাইটেল হিসেবে ব্যবহৃত হয:
কম্পিউটার বিষয়ে নানা ধরণের কাজের বিবরণ ছাড়াও অসাধান টিপস যে গুলো দিয়ে আপনি সহজে অপারেটিং সিষ্টেমের নানা অসুবিধা সমাধান করতে পারবেন। আপনি কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স করে কি হবে বা এর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা সহ প্যাকটিক্যাল কি প্রাথমিক ভাবে প্রত্যেকটি বিষয়ে দেখানো।
মাইক্রোসফট ওয়ার্ড যা থাকছে:
- টাইপিং এর গতি বাড়ানো
- যেকোন টাইপিং করার কৌশল
- টেষ্ট বা লেখা ভিন্ন অকারে ডিজাইন
- কাজের পরিপেক্ষিতে পেজ সেটাপ ও প্রিন্ট
- সেভ করার ভিন্ন আইটাম এবং ভিন্ন ফরমেট তৈরি।
- আরো থাকছে অসাধারন কিছু কাজের বাস্তব অভিজ্ঞতার সৃষ্টি
- আরো আছে…..
মাইক্রোসফট এক্সেল যা থাকছে:
- স্প্রেডশীটের কিছু ফরমেট
- স্প্রেডশীটের কাজ করার করার কৌশল
- অ্যানালাইসিস কোড
- রিপোর্টশীট বা ব্যবসা পরিচালনার সীটতৈরি
- চার্ট, গ্রাফ ইত্যাদি বিষয়গুলো ডিজাইন করা
- আরো থাকছে অসাধারন কিছু কাজের বাস্তব অভিজ্ঞতার সৃষ্টি
- আরো আছে…..
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যা থাকছে:
- কিভাবে সেভ করা এবং স্লাইড তৈরি ও প্রক্রিয়া ধাপ
- অসাধারণ কিছু ডিজাইন টেমপ্লেট তৈরি কৌশল
- প্রেজেন্টসনের ব্যবহার
- ডিজিটাল কন্টেন তৈরি
- বিভিন্ন প্রোগ্রামের সাথে এড
- আরো থাকছে অসাধারন কিছু কাজের বাস্তব অভিজ্ঞতার সৃষ্টি
- আরো আছে…..
আরো থাকছে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন বা অফিস ম্যানেজমেন্ট কোর্সে সম্পর্কিত নানা বিষয় নিয়ে কথা ও ব্যবহার।
কোর্সটি করে কি সুবিধা পাওয়া যাবে:
- প্রতিদিনের প্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা
- মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়ার সু-ব্যবস্থা
- ভিডিও টিউটোরিয়ার ও পিডিএফ হ্যাডনোট এর ব্যবস্থা
- সফটওয়ার ও সোর্স ফাইল
- বিভিন্ন বিষয়ে টেইনার
- সাপোর্ট আজীবনের জন্য ও আরো অনেক কিছু।
- এই কোর্সটি করতে সময় লাগবে মাত্র তিন মাস
- প্রশিক্ষন ফি : এককালীন ১২০০/- টাকা দিয়ে এই কোর্সটি করতে পারবে। তবে দুইটি ইন্সটলমেন্টের মাধ্যমেও দিতে পারবে।
- ভর্তি ও রেজিষ্ট্রেশনের নিয়ম: আপনি এস.এস.সির সনদপত্রের ফটোকপি বা জেএসসি অথবা জন্ম সনদ এবং এক কপি ছবিসহ সরাসরি অফিস আসার জন্য বলা যাচ্ছে।
ঘাট আইটিতে যারা শিখতে পারবেন না:
❏ চাকুরীজীবীঃ যিনি অফিস করার কারণে সময় পাচ্ছেন না।
❏ গৃহিণীঃ সময়ের অভাবে যারা বাইরে বের হতে পারছেন না, ঘরে বসেই কোথাও কোর্স করতে চান।
❏ দুরত্বঃ দূরত্বের কারনে যারা কালীগঞ্জে এসে প্রশিক্ষণ করা সম্ভব হচ্ছে না, বা করতে পারছেন না।
❏ শিক্ষার্থীঃ যে রেগুলার ক্লাসের বাইরে অন্য কোথাও প্রশিক্ষণ নিতে পারেনা, অথবা সময় হয় না।
❏ বেকারঃ আমাদের উদ্দেশ্য বেকারত্ব দূর করা। তাই কাজ শিখে আয় করার মাধ্যমে বেকারত্ব দূর করার জন্য আমাদের এই কোর্স করতে পারবেন।
১০০% গ্যারান্টি দিয়ে তবেই ছাত্র/ছাত্রীদের ভর্তি করানো হবে। ভাবছেন কিন্তু আজ শিখব, কাল শিখব বলে অনেক সময় নষ্ট করেছেন। আর দেরি না করে আমাদের অফিস ম্যানেজমেন্ট ও ডিজিটাল মার্কেটিং ব্যাচে আজি ভর্তি হন।
রেজিষ্ট্রেশন চলছে যারা ভর্তি হবেন: নাম, থানা, মোবাইল নম্বর লিখে এসএমএস করতে পারেন : ০১৭১৭৪৫২৭৬৪ অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে।
ঘাট আইটি সেন্টার, কালীগঞ্জ বাজার, কালীগঞ্জ, লালমনিরহাট।
ফোন: 01717452764, 01746516516
ইমেইল: ghatitpro@gmail.com
অফিসিয়াল অয়েব সাইট: www.ghatit.com
প্রতিটি ক্লাস থাকবে ইনকামের একেকটি হাতিয়ার
আজি জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে: https://goo.gl/p7m8Bs
অনলাইনে কোর্সে রেজিষ্ট্রেশন করতে : https://goo.gl/5gTufg
যাছাই করুন তারপর ভর্তি হইন: https://youtu.be/AIXe0ED7SZQ