শীতে ঠোঁটের যত্ন নিবেন কিভাবে?

0
2053
ঠোঁটের

শীত এসেছে…এই শীতের প্রভাবে আমাদের বেশির ভাগ মানুষের ঠোঁটের সমস্যায় পড়েছি অনেকে। শীতে সমস্যায় আদ্রর্তা কম থাকে বলে আমাদের ঠোঁট শুস্ক হয়ে যায়। এর ফলে আমাদের ঠোঁট ফাটতে শুরু করে। এসময় আমাদের সঠিক পদক্ষেপ গ্রহন করাই উচিত এবং ডা: পরামর্শ অনুযায়ী চলা দরকার। কিভাবে যন্ত্র নিব তার একটি ধারনা বা টিপস আমরা দিবো এখন।

  • প্রথমে আমি যেটির কথা বলবো সেটা হল ঠোঁটের স্ক্রাবিং। ঠোঁটের ডেড সেল বা মৃত কোষ কারনে ঠোঁট অনুজ্জ্বল দেখায়। তাই ঠোঁটের যন্ত্র নেওয়ার জন্য স্ক্রাবিং খুবই গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে স্ক্রাবিং এর জন্য সম পরিমাণ লেবুর রস এবং নিয়ে ভাল ভাবে মিশিয়ে ঠোঁটে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। এরপর আধা চামুচ চিনি আতের আঙুলে নিয়ে ঠোঁটে আলতো ভাবে ঘষুন।
  • স্ত্রাবিংএর জন্য আপনি ঠোঁটে পুরু করে ভেসলিন লাগিয়ে চিনি দিয়ে আলতো ভাবে ঘুষে ঠোঁটের মৃত কোষ তুলতে পারেন।
  • এছাড়ও টুথপেষ্ট ঠোঁটে লাগিয়ে ব্রাশ দিয়ে আলতো ভাবে ঘুষলেও ঠোঁটে মরা চামড়া ওঠে যায়।

 

 

আপনার মন্তব্য লেখার জন্য..

Please enter your comment!
Please enter your name here