মোবাইল আসক্তি এর কারনে ঘাড়ে ’শিং’ হবে আপনার-বলছে গবেষণা
বিজ্ঞাপন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করেছে। তবে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে জন্ম দিতে পারে নানাবিধ শারীরিক সমস্যার। সম্প্রতি দুজন অস্ট্রেলীয় গবেষক দাবি করেছেন, এসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে তরুণদের মাথার পেছনে, নিচের দিকে অস্বাভাবিক হাড়ের দেখা মিলছে। দেখতে
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘শিং’-এর মতো বাড়তি এই হাড়ের উপস্থিতি উদ্বেগজনক। মোবাইল টেকনোলজি (Mobile technology) আমাদের জীবনকে (Lifestyle) বদলে দিয়েছে— আমাদের বই পড়া, কাজ, সংযোগ, কেনাকাটি, প্রেম সব। কিন্তু এসবই আমাদের জানা কথা। কিন্তু যেটা আমরা এখনও সবাই জানি না, সেটা হল এই খুদে যন্ত্রটা আমাদের কঙ্কালকেও পুনর্গঠন করতে চলেছে। কেবল আমাদের ব্যবহারিক চরিত্রকেই নয়, একেবারেই দৈহিক গঠনকেও ওলোটপালট করতে শুরু করে দিয়েছে মোবাইল ফোন। বায়োমেকানিক্সের