মাউস এবং কী-বোর্ড দিয়ে লেখাকে নির্বাচন করা | Select Text Using Mouse and Keyboard
বিজ্ঞাপন
অফিস ডকুমেন্টে টাইপকৃত টেক্সটকে মাউস বা কী-বোর্ড উভায়ের সাহায্যেই নির্বাচন করা যায়। নিচে এর পদ্ধতি গুলো বর্ণিত হলো। যথা: মাউস (Mouse) এর সাহায্যে লেখা নির্বাচন- (মাউস এবং কী-বোর্ড দিয়ে লেখাকে নির্বাচন করা) যে শব্দটি সিলেক্ট করা দরকার তারউপর ডাবল ক্লিক
আরও পড়ুন
বিজ্ঞাপন
করলে ঐ শব্দটি সিলেক্ট হবে। যেখান থেকে সিলেক্ট করা প্রয়োজন সেখানে মাউস পয়েন্টার চেপে ধরে ডানে/বামে/উপরে/নিচে ছেড়ে দিলে ঐ পর্যন্ত সিলেক্ট হবে। মাউস পয়েন্টার লেখার বাম পাশে নিলে মাউসের আকৃতি ডানমুখী হবে। এ অবস্থায় একবার ক্লিক করলে একটি লাইন সিলেক্ট হবে। এ অবস্থায় নিচের দিকে ড্র্যাগ করে প্যারা বা পৃষ্ঠা সিলেক্ট করা যাবে। প্যারাগ্রাফের লিখার ভেতর যে কোনো স্থানে কার্সর