fbpx

বানান ঠিক করতে আসছে মাইক্রোসফটের নতুন ফিচার!

Facebook
বানান ঠিক করতে আসছে মাইক্রোসফটের নতুন ফিচার!

বিজ্ঞাপন

ফিচারটির ঘোষণা আসে। এটি পরিচ্ছন্ন লেখনী, গ্রামার পরিবর্তন ও তা পড়তে কতক্ষণ লাগবে, সে সময় সম্পর্কেও ধারণা দেবে। চলতি বছরের জুন মাস নাগাদ নতুন ফিচারটির প্রিভিউ সংস্করণ চালু হতে পারে। ফিচারটিতে বড় লেখার মধ্যে থেকে মূল পয়েন্ট হাইলাইট করার সুযোগ থাকবে। এতে বড় টেক্সটের গুরুত্বপূর্ণ অংশ পড়লেই চলবে। এর মেশিন লার্নিং (এমএল) প্রযুক্তি বিভিন্ন বাক্য গঠনে সাহায্য করবে। বর্তমানে প্রুফ রিডিং নামের একটি ফিচার মাইক্রোসফট ওয়ার্ডে চালু আছে।আইডিয়াস চালু হলে ওয়ার্ড ব্যবহারকারীরা বানান দেখা ছাড়াও আরও নানা সুবিধা পাবেন।এছাড়া এমএস ওয়ার্ডে ‘ইনলাইন টাস্কে’ ডকুমেন্টের কাজের নির্দেশ দেওয়ার একটি সুযোগ আসছে। সূত্র; বাংলাদেশ টু ডে