বানান ঠিক করতে আসছে মাইক্রোসফটের নতুন ফিচার!
বিজ্ঞাপন
লিখতে গিয়ে বানান ভুল করা অথবা বাক্য ঠিকমতো সাজিয়ে লিখতে না পারা যেন একটা নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবার সেই সমস্যাকে লক্ষ্য করে নতুন ফিচার আনতে চলেছে বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ফিচারটির নাম দেওয়া হবে ‘আইডিয়াস’। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স
আরও পড়ুন
বিজ্ঞাপন
বা এআই) চালিত ‘এডিটর ফিচার’। বানান ঠিক করার জনপ্রিয় সফটওয়্যার গ্রামারলির সাথে এর বেশ মিল আছে। এটি বানান ও শব্দ ঠিক করার কাজে ব্যবহৃত হবে। তবে এটি অবশ্য নিজ থেকে কোনো শব্দ ঠিক করে দেবে না। তার পরিবর্তে এটি ব্যবহারকারীকে সঠিক বানান বা বাক্যের পরামর্শ দেবে। আর ব্যবহারকারী অনুমতি দিলে সেটি ওয়ার্ডে বসবে। মাইক্রোসফটের ডেভেলপারদের এক সম্মেলনে সম্প্রতি এমএস ওয়ার্ডের জন্য আইডিয়াস