fbpx

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

Facebook
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

বিজ্ঞাপন

উপাত্ত বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরীর প্রমানসহ ০৭ বসরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হেব; অথবা (খ)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হেত পশু চিকিসা বিজ্ঞান বিষয়ে এমএসসি ডিগ্রীসহ ১০ বসরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হেব; (গ) শিক্ষা জিবনে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয়/শ্রণি থাকতে হবে; (ঘ) স্বীকৃত জার্নালে ০৮ টি গবেষণামূলক প্রকাশনা হবে। ০২       বৈজ্ঞানিক কর্মকর্তা (ডেইরী টেকনেআলজি)বেতন গ্রেড-১৪       ১(এক)টি অনুর্ধব ৩০ (বসর) (ক)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হেত পশু চিকিসা বিজ্ঞান বিষয়ে এমএসসি (অনঅষ) ডেইরী বিজ্হান বিষয়ে স্নাতেকাত্তর ডিগ্রীধারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে; (খ) শিক্ষা জীবনে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয়/শ্রণি থাকতে হবে। 03       প্রশিক্ষণ কর্মকতা বেতন গ্রেড-৯ ১(এক)টি অনুর্ধব৩০ (ত্রিশ) বৎসর (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশুপালন বিষয়ে বিএসসি(অর্নাস)/কৃষি অর্থনীতি বিষয়ে বিএসসি(অর্নাস)/পশু চিকিসা বিজ্ঞান বিষয়ে ডিগ্রী;তবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে; (খ) শিক্ষা জিবনে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। ০৪       হিসাবরক্ষক বেতন গ্রেড-১৪   (এক১)টি অনুর্ধব৩০ (ত্রিশ) বৎসর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বি.কম বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ০৫       ল্যাবরেটরী টেকনিশিয়ান বেতন গ্রেড-১৬ (এক১)টি অনুর্ধব৩০ (ত্রিশ) বৎসর কোন স্বীকৃত বো্র্ড হতে বিজ্ঞান বিভাগে ২য় শ্রেণির উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। শর্তাবলী: ১। আবেদনকারীকে সরকার নির্ধারিত সরকারি দপ্তর শূন্যপদে নিয়োগের জন্য টাকুরির আবেদনের মডেল ফরম সাইজ কাগজ পূরণ পূর্বক প্রার্থীর স্বাক্ষর, (৫*৫)সে.মি. সাইজের সদ্য তোলা ৩ কপি সত্যায়িত রঙিন ছবিসহ আগামী ০৫/১১/২০২০ খ্রী: তারিখের মধ্যে প্রকল্প পরিচালক, ডেইরী উন্নয়ন গবেষণা প্রকল্প বাংলাদেশ প্রাণিসম্পদ  গবেষণা ইনস্টিটিউট , সাভার টাকা-১৩৪১”‍‍ বরাবর ডাগযোগে বা কুরিয়ার র্সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি বা হাতে হাতে আবেদনপত্র অফিস চলাকালিন সময়ের মধ্য পোছাতে হবে। খামের উপরে পদের নাম অবশ্যক উল্লেখ করতে হবে। নিধারিত সময়ের পর কোন আবেদনপত্র গ্রহন হবে না। আবেদনপত্রের নমূনা বাংলাদেশ প্রাণিসম্পদ  গবেষণা ইনস্টিটিউটের ওয়েব সাইড www.blri.gov.bd এবং জন প্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইড www.blri.gov.bd এ পাওয়া যাবে। এন্ডায়েড আ্যাব- জব সার্কুলার ২। প্রাথীর বয়সসীমা ০৫/১১/২০২০ খ্রি: তারিখের পদের বিজ্ঞপ্তিতেন বর্ণিত বয়সসীমার মধ্যে হতে হবে। বয়স প্রমানের ক্ষেত্রে এসএসসি/সমমানের সনদপত্রের মূল কপি মৌথিক পরীক্ষার সময় প্রদশন করতে হবে। প্রার্থীদের বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহন যোগ্য নয়। ৩। সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি, জাতীয় পরিচয় পত্র, চরিত্রিক সনদ, স্ব ম্ব এলাকার ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কউন্সিলার হতে নাগরিকত্ব সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। ৪।সরকারি/আধা-সনকারি ও স্বায়ত্তশানসিত সংস্থায় চাকুরীরত প্রাথিকে যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ৫। আবেদনপত্রের সাথে কোন কাগজ পত্র দেয়ার প্রয়োজন নেই, তবে ১০ টাকার ডাক টিকিট সম্বলিত নিজ ঠিকানা লিখিত ১০*৪.৫ সাইজের একটি ফেরত খাম প্রেরণ করতে হবে। ৬। বাংলাদেশ প্রাণিসম্পদ  গবেষণা ইনস্টিটিউট সহ এ জাতীয় সমাপ্ত প্রকল্পে চাকুরির বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ৭। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। ৮। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগতা ও অভিজ্ঞতা নেই এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যে কেন স্থানে চাকুরি করতে ইচ্ছুক থাকতে হবে। নিয়োগ পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।


Warning: session_start(): Cannot start session when headers already sent in /home/ghatitco/public_html/wp-content/themes/ghatit-news-theme/includes/funcation-ex.php on line 437