fbpx

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (BTCL)এ নিয়োগ বিজ্ঞপ্তি

Facebook
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (BTCL)এ নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন

/ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন (ইইসিই) এ ন্যনতম স্নাতক/সমমানের ডিগ্রি। 2. যে সকল প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাশ করেছেন তাদের জিপিএ/সিজিপিএ ৫.০ (পাচ) স্কেলে ন্যুনতম ৩.৫ এবং ৪.০ (চার) স্কেলে ন্যনতম ২.৫ থাকতে হবে। শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। 3. কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। 4. আবেদনকারীর বয়স ৩০.০৬.২০২০ খি. তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বিটিসিএল এর কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য কোন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য । বয়স প্রমাণের ক্ষেত্রে এস.এস.সি./ সমমান সনদপত্র ব্যতীত অন্য কোন প্রশংসাপত্র / আ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 5. আবেদনকারী কোন প্রার্থীর যদি একাধিক দেশের নাগরিকত্ব থাকে এবং তন্মধ্যে বাংলাদেশের নাগরিকত্ত বহাল থাকে তবে তিনি আবেদন করতে পারবেন । 6. আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র দাখিল ও টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ১,০০০/- (এক হাজার) টাকা প্রদান করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নিয়মাবলি বিটিসিএল এর পোর্টাল www.btcl.gov.bd/career এ পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। বিটিসিএল এর কোন দপ্তরে সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। 7. আবেদনকারিকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার মাণ ৮০ (আশি)। লিখিত পরীক্ষায় ন্যুনতম পাস নম্বর হবে ৫০%। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মধ্য থেকে মেধাক্রম অনুসারে সর্বোচ্চ ১৫০  (একশত পঞ্চাশ) জনকে মৌখিক পরীক্ষার জন্য আহবান করা হবে। ৪. মৌখিক পরীক্ষার মাণ ২০ (বিশ)। মৌখিক পরীক্ষার পাস নম্বর ১০ (দশ)। কোন প্রার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে তিনি লিখিত পরীক্ষায় যত নম্বরই পান না কেন তিনি চুড়ান্তভাবে অকৃতকার্য হয়েছেন বলে বিবেচিত হবেন । 9. লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বিটিসিএল এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে । মোবাইল ফোনে SMS/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন । 10- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা সন্রকারি, আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত তাদের যথাযথ  কর্তৃপক্ষের নিকট থেকে  অনাপত্তি/ছাড়পত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে । ছাড়পত্রের কপি জমা দিতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। 11. মৌখিক পত্রীক্ষার সময় শিন্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল মুল অথবা  সাময়িক সনদ অবশ্যই দাখিল করতে হবে। 12. লিখিত পরীক্ষার সকল উত্তরপত্র গোপনীয় হিসেবে পণ্য হবে এবহ কোন অবস্থাতেই কোন প্রার্থী বা তারপ্রতিনিধিকে সেগুলো প্রদর্শন বা প্রদান করা হবে না। লিখিত পরীক্ষার উত্তরপত্র পুন পরীক্ষণ বা পুন নিরীক্ষণের কোন সুযোগ নেই 13. মৌখিক পরীক্ষার নম্বর গোপন থাকবে এবহ উক্ত পরীক্ষার নম্বর বা এততসংশ্লিষ্ট তথ্য প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না। 14. লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 15. নিয়োগের জন্য নির্বাচিত ব্যক্তিকে পন্সিচালনা পর্ষদ কর্তৃক এতদুদ্দেশেত নিযুক্ত চিকিৎসা পর্ষদ বা চিকিৎসা কর্মকর্তা কর্তৃক স্বাস্থ্যগতভাবে উপযুক্ত বলে প্রতিপাদিত হতে হবে । 165. নিয়োগের জন্য নির্বাচিত ব্যক্তির পুর্ব কার্ধকলাপ কোম্পানির চাকরিতে নিয়োগলাভের জন্য  উপজুক্তি কিনা তা যথাযথ  এজেন্সির মাধ্যমে প্রতিপাদিত করা হবে। 1. নিয়োগলাভের পল্প যোগদানের তারিখ থেকে ২ (দুই) বছরের জন্য শিক্ষানবিসি হিসেবে থাকতে হবে। 15. বিটিসিএল কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিন্রেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন /বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে ।


Warning: session_start(): Cannot start session when headers already sent in /home/ghatitco/public_html/wp-content/themes/ghatit-news-theme/includes/funcation-ex.php on line 437