প্রাইম ব্যাংকের ফান্ডেশনের শিক্ষাবৃত্তির আবেদন চলছে ২০২০

প্রাইম ব্যাংকের ফান্ডেশনের শিক্ষাবৃত্তির আবেদন চলছে ২০২০
****প্রাইম ব্যাংকের একটি CSR কার্যক্রম****
আবেদনের যোগ্যতা:
-কেবলমাত্র ২০১৯ সালে এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমান দেশের বিভিন্ন প্রতিষ্টানে স্নাতক                                 প্রথম বর্ষে অধ্যয়নরত।
-এসএসসি ঔ এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ছাত্র:৯.০০ এবং ছাত্রী:৮.৮
-কেবলমাত্র আর্থিক দুর্দশাগ্রস্থ পরিবারের সন্তানেরা আবেদন করতে পারবে
(মাসিক আয় দশ হাজার টাকার উপরে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না)
বেদনের নিয়মাবলি:
-অনলাইনে আবেদন করতে হবে,ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আ-অনলাইনে আবেদনের লিংক:scholarship.primebankfoundation.org
­­­­­-রঙ্গিন ছবি,স্নাতক পর্যায়ের ভর্তির রশিদ,এইচএসসি ও এসএসসি এর নাম্বরপত্র সংযুক্ত করুন
-ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা কর্তৃক অভিভাবকের মাসিক(আয়ের পরিমান উল্লেখ করুন)আয়ের সনদপত্র সংযুক্ত করুন।
-অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্র্রতিষ্টান থেকে শিক্ষাবৃত্তি পেয়ে থাকলে আবেদনপত্রে উল্লেখ করুন
-আয়ের সনদ ও অন্যান্য তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে আবেদন পত্র কিংবা বৃত্তি বাতিল হবে
-বৃত্তি মনোনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত ।

বৃত্তি অন্যন্য বৈশিষ্ট্য:

হতদরিদ্র (যেমন:প্রান্তিক কৃষক/ ভূমিহীন/ দিনমজুর/ ভিক্ষাবৃত্তি/ নদীভাঙ্গন কবলিত/ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগন্ত/ রিকশা বা ভ্যান চালক/ ভিজিডি-ভিজিএফ-বয়স্কভাতা কার্ডহোল্ডার/ক্ষুদ্র ঋন গ্রহিতা/ গৃহপরিচালিকা ইত্যাদি), এতিম, প্রতিবন্ধী, অসচ্ছল মুক্তিযোদ্ধার
সন্তান বা তাদের বংশধর, আদিবাসী অনগ্রসর সমাজ, পরিত্যাক্তা মায়ের সন্তান,নার্সিং-কারিগরি
ও বিদেশে কর্মরত বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের সন্তান বা তাদের উপর নির্ভরশীল সদ্স্য  (ঋণগ্রস্থ. ভূমিহীন পারিবারিকভাবে দুর্বল আর্থ-সামাজিক অবস্থা)শিক্ষার্থীদের ক্ষেত্রে শিথিলগত যোগ্যতা কিছুটা শিথিলযোগ্য, এক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণদি অবশ্যই সংযক্ত করেত হবে

আবেদনপত্র পাঠানোর সময়সীমা:

আবেদনপত্রটি আগামী ৬ অক্টোবর,২০২০ তারিখের মধ্যে যথাযথভাবে অললাইনে পূরন করূন (প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, বাড়ী নং – ১৪৬(৭ তলা), রোড নং – ১৩/বি, ব্লক – ই, বনানী, ঢাকা – ১২১৩)
বিস্তারিত জানতে ভিজিট করুন:‌www.primebankfoundation.org
প্রাইম ব্যাংক আই হসপিটালের সেবা গ্রহন করুন । ফোন:৯১২৫৫২৯-৩০,০১৭২১০৬৮২৮২

আপনার মন্তব্য লেখার জন্য..

Please enter your comment!
Please enter your name here