fbpx

প্রভিডেন্ট ফান্ডের টাকার পরিমাণ মাইক্রোসফট এক্সেলে : PV-rate, nper, pmt, fv, type করার নিয়ম জেনে নিন খুব সহজে

Facebook
প্রভিডেন্ট ফান্ডের টাকার পরিমাণ মাইক্রোসফট এক্সেলে : PV-rate, nper, pmt, fv, type করার নিয়ম জেনে নিন খুব সহজে

বিজ্ঞাপন

প্রভিডেন্ট ফান্ডে টাকার পরিমাণ ৫০,০০০/- টাকা। তিনি ইচ্ছে করলে এ অর্থ ব্যাংকে জমা রাখতে পারেন। এক্ষেত্রে ব্যাংক তাকে ১২% হারে সুদ দেবে। অথবা সে এ টাকা এককালীণ গ্রহণ না করে ব্যাংকে জমা রেখে প্রতি বছর ১০ হাজার টাকা করে ১০ বছর নিতে পারে। এখন কোন পস্থাটি গ্রহণ করা লাভজনক? দ্বিতীয় পস্থাটি গ্রহণ করলে তার লাভ হবে কিনা অর্থাৎ এ পস্থায় বিনিয়োগকৃত টাকার বর্তমান মূল্য কত হতে পারে তা জেনে সিন্ধান্ত নিতে চাইলে একসেলের এ ফাংশনটির সাহায্যে তিনি তা জানতে পারেন। নিম্নের ন্যায় ওয়ার্কশিট তৈরি করে পরীক্ষা করে দেখা যেতে পারে: [caption id="attachment_1262" align="alignnone" width="333"] প্রভিডেন্ট ফান্ডের টাকার পরিমাণ মাইক্রোসফট এক্সেলে[/caption] সেল পয়েন্টারকে C4-এ রেখে =PV(.12,10,10000) লিখে এন্টার দিলে C4 সেল এ 56502.23 আসবে। তাহলে দেখা যাচ্ছে 50,000 টাকা মূলধন দ্বিতীয় শর্তের ভিক্তিতে খাটালে লাভজনক। কারণ 56502.23 টাকা 50,000 টাকার চেয়ে বেশি।