কি ভাবে অনলাইনে ডিজিটাল ব্যবসা শুরু করতে হবে | সেরা উপায় ডিজিটাল মার্কেটিং

0
2908

অনলাইনে ব্যবসা এখন সবাই চায়- এক জায়গা থেকে সারা বিশ্বে ব্যবসা করা যায় এমন একটি কৌশল আমরা সবাই জানি কিন্তু কেউ কম জানে আর কেউ বেশি জানি। অনলাইনে ব্যবসা শুরু করতে হলে প্রথমে আপনাকে কয়েকটি নিয়ম মানলেই আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে পাবেন বড় বা ছোট যে কোন ব্যবসা আপনি শুরু করতে পারেন।

অনলাইনে বা ওয়েব সাইট থেকে কেনা গেলে সেটা ই-কমার্স বলে। ই-কমার্স বা অনলাইন ব্যবসা করতে গেলে আপনাকে কি কি প্রয়োজন সেটা জেনে রাখুন:

  • আপনাকে ফেসবুক সর্ম্পকে বা সোশ্যাল মিডিয়া সর্ম্পকে জানলেই হল তা হলে আপনি সহজেই অনলাইনে বিসনেস করতে পারবেন।
  • আপনার প্রতিষ্ঠানের যে প্রোডাক্ট গুলো আছে তা সর্ম্পকে কিছু লেখার কৌশল জানুন এবং এর একটা ভাল ছবি সংগ্রহ করুন।
  • এর দাম সঠিক দিন পারলে ছাড় দেওয়ার ব্যবস্থা করুন।
  • সঠিক সময় কাষ্টমারের কাছে ডেলিভারি দেওয়ার কৌশল জানুন।
  • কাষ্টমার সার্পোট সময় সময় দিন।
  • সুন্দর সুন্দর কথা বলুন এবং নমনিয়তার সহিত।
  • আপনার পণ্যটি যে ভাল সেটি প্রমান করুন।
  • কাষ্টমার যাতে বিশ্বাস করে এজন্য আপনাকে একটি প্রিমিয়াম ওয়েব সাইট খুলতে হবে যেটি ইকর্মাস এর জন্য।
  • কাষ্টমার যাতে অনলাইনে টাকা লেনদেন করতে পারে এজন্য সব ধরনের ব্যবস্থা করতে হবে।
  • প্রতি নিয়ত প্রোডাক্ট এর দাম আপডেট রাখতে হবে।
  • প্রথমত ক্ষুদ্র ব্যবসা হলে নিজে করেন পরে বড় হলে লোক নিয়োগ করুন।
  • প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা লোক থাকতে হবে।
  • ছবি এডিটিং করার সহজ সফটওয়্যার রাখতে হবে।
  • প্রোডাক্ট আপলোড করার জন্য একটি ভাল মানের ল্যাপটপ রাখুন।
  • অন্যান্য।

জেনে রাখুন ব্যবসা শুরু করার আগে :

লাভজনক আইডিয়া বের করা গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্যের দেখা দেখি আপনিও একই ব্যবসা শুরু করতে না করাই ভাল। আপনি চাইলেই অনেক ধরনের লাভজনক আইডিয়া বেড় করতে পারেন। খুব ভাল হয় আপনি যে বিষয়ে জানেন তা নিয়ে শুরু করা। আপনার অনেক সখ আছে সেই বিষয় গুলো নিয়ে কাজ করা। যদি মাথায় কিছু না আসে তাহলে ওয়েব ব্রাউজ করে জেনে নিতে পারেন। এমন কিছু পেলে সাথে নোট করে লিখে রাখতে পারেন। অনেক গুলো আইডিয়া হলে সেখান থেকে আপনার সম্ভব্য একটি পচ্ছন্দ করুন। এবং সেটা নিয়ে ব্যবসা শুরু করুন । তবে পিছুপা হওয়া যাবে না। জেনে রাখুন প্রত্যেক ব্যবসায় লাভ আছে।

ট্যার্গেট মার্কেট নির্দিস্ট করা- আপনি সবাইকে ট্যার্গেট করতে পারেন না। করলে ভুল করবেন। সবার জন্য প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করাও ভুল। যাদের অনেক বাজেট আছে তারা শুরু করতে পারে। তবে ছোট বা ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করার আগে নির্দিষ্ট একটি প্রোডাক্ট নিয়ে শুরু করা ভাল। অনলাইনে মার্কেটিং এর ক্ষেত্রে যে কোন নিশ নিয়ে কাজ করা ভাল।

  • পরিকল্পনা তৈরি করা: আমরা ব্যবসা শুরু করার আগে পরিকল্পনা তৈরি করতে হবে মাইন সেটাপ এর ব্যবস্থা। আমরা প্রতিনিয়ত যে ব্যবসা গুলো করি তা পরিকল্পনা ছাড়াই ব্যবসা শুরু করি এখানেই আমরা ভুল করি। আপনি চিন্তা করেন পাশ্চাত্য দেশ গুলোর কথা আমাদের পার্থক্যটা এখানেই। আর এজন্যই অধিকাংশ ব্যবসায়ী মাঝ খানে এসে বা শুরুতেই হোছট খায়।
  • অনলাইনে প্রথম স্থান: অনেকের মাথায় কাজ করতেছে না ব্যবসা শুরু করতে প্রথম স্থান অধিকার হওয়া লাগবে এটা কি? হ্যা আপনি যদি সঠিক চিন্তা করেন যে আমার ব্যবসা সর্ব স্থরে নিয়ে যে চাই এবং ব্যবসায় উন্নতি করতে চাই তাহলে আপনাকে অনলাইনে প্রথম স্থান করতে হবে। সেটা কিভাবে করবেন, এটি ব্যবসার টাইটেল এবং আপনার প্রতিষ্ঠান নাম বেচে নাওয়ার ক্ষেত্রে মানে চয়েসের উপর নির্ভর করে। যে নাম কমপিটিশনে পারবেন না সে ব্যবসার নাম দেওয়া যাবে না।

সব কিছু ঠিক ঠাক থাকলে আপনি ব্যবসা শুরু করতে পারেন। তবে সব গুলো কাজ করতে না পারলে কি কি পারেন তার একটা লিষ্ট করে নেন যেটা না পারেন সেটা নিয়ে গুগলে বা ইউটিউবে সার্চ দিন দেখবেন সব কিছুর সমাধান আপনি পেয়ে গেছেন। 

 

কি ভাবে অনলাইনে ডিজিটাল ব্যবসা শুরু করতে হবে | সেরা উপায় ডিজিটাল মার্কেটিং

এখন আপনি চাচ্ছেন যে ব্যবসা শুরু করবেন, তাহলে নিম্নে দেওয়া কাজ গুলো করুন-
১. ব্যবসার জন্য নাম সিলেক্ট করুন।
২. ডোমিন এবং হোষ্টিং কিনুন।
৩. ই-কর্মাস সাইট ডিজাইন করুন।
৪. সোশ্যাল মিডিয়ার জন্য বিসনেজ পেজ তৈরি করুন।
৫. মার্কেটিং এর জন্য বা এসইও জন্য লোক নিয়োগ দিন বা নিজে প্রস্তুত।
৬. ফ্রি বা প্রিমিয়াম পদ্ধতির মাধ্যমে নিজের ব্যবসাকে মার্কেটিং করুন।
৭. গ্রাফিক্স, ইন্টারনেট, ডিজাইন, প্রোডাক্ট আপলোড ইত্যাদি কাজ করার জন্য প্রস্তুত।
৮. ল্যাপটপ বা পিসি তৈরি করুন।
৯. বাজেট হাতে রাখুন।
১০. অন্যান্য।

আপনাদের মধ্যে কেউ এই কোর্সটি করতে আগ্রহী হলে এই লিংকে ক্লিক করুন

সব ধরনের সহযোগিতা আমরা করে দিবো এ চুক্তি বা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আপনাদের পাশে আছি সর্বক্ষণ –
বিশ্বাস থাকে তাহলে আমাদের টিম দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।
আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা:
ইমেইল: admin@ghatit.com / ghatitpro@gmail.com
মোবাইল: 01717452764
ওয়েব : www.ghatit.com
ফেসবুক : https://web.facebook.com/ghatitcenter
টুইটার: https://twitter.com/ghatitcenter
লিঙ্কডইন: https://www.linkedin.com/in/ghatitcenter

আপনার মন্তব্য লেখার জন্য..

Please enter your comment!
Please enter your name here