কম্পিউটার বিষয়ে ২৯৭টি প্রশ্নের উত্তর

0
2404

1. কম্পিউটার কী?
উত্তর: কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, যা পূর্বে লিখিত নির্দেশনা অনুসারে (যাকে প্রোগ্রাম বলে) উপাত্ত (Data) সংরক্ষণ করতে পারে, প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য (Information) প্রদর্শন করতে পারে। প্রাধমিক অবস্থায় এটি শুধু গননার কাজে ব্যবহার করা হত। বর্তমানে কম্পিউটার দিয়ে গাণিতিক, যৌত্তিক ও সিন্ধান্তমুলক কাজ করা যায়।

2. আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর: চালর্স ব্যাবেজ

3. চালর্স ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন?
উত্তর: ডিফারেল ইঞ্জিন তৈরি করার মাধ্যমে চালর্স ব্যাবেজ কম্পিউটার তৈরির সুম্পষ্ট ধারণা দেন, তাই তাকে কম্পিউটারের জনক বলা হয়।
4. তথ্য প্রযুক্তি বলতে কী বুঝায়?
উত্তর: তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাছাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি।
5.বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কোন সালে প্রতিষ্ঠাতি হয় এবং কোন জেলায় অবস্থিত?
উত্তর: ১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা জেলায় অবস্থিত।
6. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?
উত্তর: লেডি এডা অগাস্টা
7. কম্পিউটার স্মৃতি প্রধানত কত প্রকার?
উত্তর: দুই প্রকার। i)Primary Memory  ii) Secondary Memory
8. র‌্যাম কী?
উত্তর: মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে স্মৃতিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায়, সে স্মৃতিকে র‌্যাম স্মৃতি বলা হয়। এই স্মৃতি একটি অস্থায়ী স্মৃতি।
9. রম কী?
উত্তর: প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় ও অধ্ধংসাত্বক। কম্পিউটার তৈরি করার সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিউটার বন্ধ করলেও এই স্মৃতিতে রক্ষিত কোন তথ্য মুছে যায় না। এটি একটি পঠন স্মৃতি।
10. কম্পিউটারের স্মৃতি প্রধানত কয় প্রকার?
উত্তর: কম্পিউটারের স্মৃতি প্রধানত ২ প্রকার, যথা i) প্রধান বা প্রাইমারি মেমরি ও ii) সহায়ক বা সেকেন্ডারি মেমরি।
11. ৫টি হার্ডওয়্যার যন্ত্রের নাম লেখ?
উত্তর: i)Mouse, ii) Keyboard, iii) Monitor, iv) Printer, v)Speaker
12. প্রিন্টার কী?
উত্তর: প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
13. মনিটর কাকে বলে?
উত্তর: কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দা ব্যবহার করা হয়, তাকে মনিটর বলে।
14. কম্পিউটারের মুল অংশ গুলো কি কি?
উত্তর: i) input Unit ii)Output Unit iii)CPU Unit
15. Bios কী?
উত্তর: Basic input Output System এর সংক্ষিপ্ত রূপকেই Bios বলা হয়।এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।
16. কয়েকটি কম্পিউটার এন্ট্রি ভাইরাস সফটওয়্যারের নাম লেখ?
উত্তর: Kaspersky, Avira, Avast, Norton ইত্যাদি।
17. Scanner- এর কাজ কী?
উত্তর: Scanner এর মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা তথ্য কম্পিউটারে অবজেক্ট আকারে ইনপুট করা হয়।
18. পেন ড্রাইভ এর কাজ কি?
উত্তর: তথ্য স্টোর করে রাখা।
19. চারটি ইনপুট ডিভাইজের নাম লিখ?
উত্তর: i) Keyboard, ii) Mouse iii) Scanner iv) Joystick
20. Anti-Virus সফটওয়্যারের কাজ কি?
উত্তর: Anti-Virus হল কম্পিউটারের ভাইরাস প্রতিশোধক। কম্পিউটারের প্রোগ্রামসমূহকে ভাইরাস মুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই এর কাজ। বর্তমানে এ জাতীয় অনেক প্রোগ্রাম পাওয়া যায়।
21. Pen Drive কে I/O বলা হয় কেন?
উত্তর: পেন ড্রাইভ কম্পিউটারের একটি সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করা হয়। এর সাহায্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়, বিধায় এই সহায়ক মেমোরি একই সাথে ইনপুট ও আউটপুটের কাজ করে। এ কারণে পেন ড্রাইভকে I/O ডিভাইজ বলা হয়।
22. OMR কী?
উত্তর: এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। বিশেষ ঙগজ শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে।
23. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?
উত্তর: ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্র্রোগ্রাম বা অ্যাপ্লিকেশণ সফটওয়্যার বলা হয়।
24. অপারেটিং সিস্টেম কী?
উত্তর: অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্স সমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে।
25. কম্পিউটার সফটওয়্যার কী?
উত্তর: কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতকগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বা সফটওয়্যার বলে।
26. হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী?
উত্তর: প্রাণ
27. Shut Down কমান্ডের কাজ কী?
উত্তর: Windows Operating System হতে বের হওয়ার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।
28. অপারেটিং সিস্টেমের কাজ কি?
উত্তর: Operating System কম্পিউটারের Hardware কে সচল করে এবং Hardware এবং Software এর মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে।
2৯. হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী
উত্তর: প্রাণ
30. বিট, বাইট কী?
উত্তর: বীট- বাইনারী নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০ (শুন্য) এবং ১ (এক) কে বিট বলে। বাইট- আট বিটে এক বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোন বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহৃকে প্রকাশ করা হয়ে থাকে।
31. কত কিলোবাইটে ১ মেগাবাইট?
উত্তর: 1024 KB = 1MB
32. সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি?
উত্তর: বাইনারি।
33. মাইক্রোসফট ডস কী?
উত্তর: ডস শব্দের অর্থ ডিস্ক অপারেটিং সিস্টেম। ইহা একটি বর্ণভিক্তিক অপারেটিং সিস্টেম।
34. DOS ও Windows কী?
উত্তর: ডস একটি বর্ণভিক্তিক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ একটি চিত্রভিক্তিক অপারেটিং সিস্টেম।
35. Windows কী?
উত্তর: উইন্ডোজ একটি চিত্র ভিক্তিক অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম চিত্রের আইকন উপর ক্লিক করে কাজ করা যায়।
36. Windows XP কী?
উত্তর: কম্পিউটার পরিচালনার জন্য একটি সিস্টেম সফটওয়্যার।
37. File শব্দের অর্থ কি বা ফাইল কাকে বলে?
উত্তর: যখন কোন ডকুমেন্ট কে কোন নাম দিয়ে  তথ্য সংরক্ষণ করা হয়, তখন তাকে ফাইল বলে। ফাইলের দুইটি অংশ থাকে। অংশ দুইটিকে ডট(.) দ্বারা আলাদা করা হয়। অংশ দুইটির মধ্যে- ১) মুল অংশ (Main Part) যা আট অক্ষরের বেশি হবে না। এ অংশটি ডট (.) চিহেৃর আগে বসে। যেমন:- Command.com ২) বর্ধিত অংশ (Extention Part) যা তিনটি অক্ষরের বেশি হবে না। এ অংশটি ডট (.) চিহেৃর পরে বসে (যেমন- Command.com এক্সটেনশন অংশ দেখে ফাইলের ধরন বুঝা যায়। বিভিন্ন ধরনের এক্সটেনশন রয়েছে, যেমন- com, bat,ext,doc,xls,sys ইত্যাদি।
38. Folder (ফোল্ডার) কী?
উত্তর: ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তাছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, একে সাব-ফোল্ডার বলে।
39. ডাইরেক্টরি (Directory) কী?
উত্তর: কম্পিউটারে কাজ করার পর যে স্থানে ফাইল সেভ হয় সেই স্থানের নাম ডাইরেক্টরি। ডাইরেক্টরির মধ্যে বিভিন্ন ফাইল ও ডাইরেক্টরি রাখা যায়। উইন্ডোজ প্রোগ্রামে এটিকে ফোল্ডার বলা হয়।
40. কী-বোর্ডের কত গুলো কী থাকে?
উত্তর: ১০৪টি বা কখনও কখনও এর চেয়েও বেশি থাকতে পারে।
41. সফটওয়্যার কাকে বলে?
উত্তর: সফটওয়্যার কম্পিউটারের ভাষায় Soft শব্দের অর্থ নরম অর্থাৎ হাত দ্বারা ছোঁয়া যায় না, আর Ware শব্দের অথ্য সুক্ষ। কম্পিউটার চালানোর সময় কম্পিউটাকে যে সমস্ত নির্দেশনা প্রদান করা হয়, যাদেরকে ছোঁয়া যায় না, সে সব নির্দেশনার সমষ্টিকে সফটওয়্যার বলে।
42. সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি?
উত্তর: সফটওয়্যার সাধারণত দুই প্রকার। যথা: i) সিস্টেম সফটওয়্যার ii) অ্যাপ্লিকেশণ সফটওয়্যার
43. অ্যাপ্লিকেশণ সফটওয়্যারকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কি কি?
উত্তর: অ্যাপ্লিকেশণ সফটওয়্যারকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে যথা: ১) কাস্টমাইজড সফটওয়্যার, ২) মাল্টিমিডিয়া সফটওয়্যার, ৩) গ্রাফিক্যাল সফটওয়্যার, ৪) ইন্টারনেট বেইসড সফটওয়্যার।
44. সিস্টেম সফটওয়্যার কি?
উত্তর: যে সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারকে সচল করে উহা পরিচালনায় সাহায্য করে সেই সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার বলে।
45. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি?
উত্তর: যে সফটওয়্যার ব্যবহারকারীর ব্যবহারিক কাজের নিমিত্তে বাণিজ্যিক ভিক্তিতে তৈরি করা হয়, তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে।
46. কাষ্টমাইজড সফটওয়্যার কাকে বলে?
উত্তর: এই সফটওয়্যার বিভিন্ন জাতীয় বিনোদনমূলক সফটওয়্যার, যেমন-Game, Fun ইত্যাদি।
47. মাল্টিমিডিয়া সফটওয়্যার কাকে বলে?
উত্তর: এই সফটওয়্যারের মাধ্যমে অডিও ও ভিডিও গান শুনতে পাই, তা হল মাল্টিমিডিয়া সফটওয়্যার। যেমন- JetAudio, Superdecoder, Xingplayer, KMPlayer, Windows Media Player ইত্যাদি
48. গ্রাফিক্যাল সফটওয়্যার কাকে বলে?
উত্তর: এই সফটওয়্যার Graphics এর কাজ করতে সাহায্য করে, তাকে গ্রাফিক্যাল সফটওয়্যার বলে। যেমন- Adobe Photoshop, Adobe Illustrator
49. ইন্টারনেট বেইসড সফটওয়্যার কাকে বলে?
উত্তর: এই সফটওয়্যার এর মাধ্যমে ইন্টারনেটের কাজ করা হয়। তাকে ইন্টারনেট বেসড সফটওয়্যার বলে। যেমন – Mozilla Firefox, Google Chrome, Internet Explorer, UC Browser ইত্যাদি
50. ফার্মওয়্যার (Firmware) কাকে বলে?
উত্তর: ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যাকে কম্পিউটার তৈরির সময়ে কম্পিউটারের মেমরিতে রম-এ স্থায়ীভাবে ধারণ করে দেয়া হয়। এ জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটারে এর পর্দায় দেখা যায়। কম্পিউটার ব্যবহারকারি কর্তৃক এ জাতীয় প্রোগ্রামকে কোনরূপ পরিবর্তন বা সংশোধন সুযোগ থাকে না। ক) কম্পিউটার মেমরি প্রদর্শন খ) নির্দেশনাবলি বা ডাটা লোড করে ও গ) প্রোগ্রাম রান করে।

 

আবারো ৫১ থেকে ৫০০পর্যন্ত প্রশের উত্তর নিয়ে আমরা ২১নং পর্ব দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

কম্পিউটার বিষয়ে ২৯৭টি প্রশ্নের উত্তর

আপনার মন্তব্য লেখার জন্য..

Please enter your comment!
Please enter your name here