এম.পি.ও ভুক্তকরণ নামে গণ বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে-

0
1713
এম.পি.ও-ভুক্তকরণ-নামে-গণ-বিজ্ঞপ্তি-প্রকাশ-শিক্ষা-মন্ত্রণালয়ের-অধীনে-

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশষ সরকার শিক্ষা মন্ত্রণালয়,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বাংলাদেশ সচিবালয়, ঢাকা। যাহার নং- ৩৭.০০.০০০০.০৭৪.০৩০.০০১.২০১৭ (অংশ-১).৫৫ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ গণবিজ্ঞপ্তি প্রকাশ।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন প্রতারক চক্র সরাসরি বা শিক্ষা মন্ত্রণালয় ও তার অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন, এম.পি.ও. ভুক্তকরণ, পাঠদান, একাডেমিক স্বীকৃতি, শ্রেণি খোলা ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেয়ার লোভ দেখিয়ে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে, ই-ইমেইল, এস.এম.এস বা চিঠি পাঠিয়ে টাকা দাবী করছে। কোন কোন ক্ষেত্রে তাদের পক্ষ হতে অধ্যক্ষ/ প্রধান শিক্ষকসত সংশ্লিষ্টদের নিকট ব্যক্তিগত ভাবে ও যোগাযোগ করার চেষ্টা করছে মর্মে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের কোন কাজে টাকা প্রদানের কোন প্রয়োজন নেই। শিক্ষা মন্ত্রণালয় হতে যে সকল সেবা প্রদান করা হয়ে থাকে তার জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং তার ভিক্তিতেই সেবা প্রদান করা হয়ে থাকে।

এ সংক্রান্ত সকল তথ্যাদি মন্ত্রণালযের নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়মিত ভাবে প্রকাশ করা হয়ে থাকে।

এমতাবস্থায়, এ ধরনের প্রতারক চক্র বা শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন কোন প্রতিষ্ঠানের কথিত কর্মকর্তা কর্তৃক ই-মেইল, এস.এম.এস ফোন এবং চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিক্তিতে কাউকে কোন টাকা না দেয়ার জন্য সংশ্লিষ্টদের কে অনুরোধ করা হলো। কেউ কোন ধরনের সুবিধা বা টাকা চাইলেই বুঝবেন যে এটা প্রতারণা, সাথে সাথেই এ ধরনের প্রতারকদের পুলিশে সোপার্দ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

(মো: সোহরাব হোসাইন), সিনিয়র সচিব।  

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে : ডাউনলোড

আপনার মন্তব্য লেখার জন্য..

Please enter your comment!
Please enter your name here