এখন থেকে সরকারী সেবা মোবাইলেই ৯০ ভাগ পাওয়া যাবে
এখন থেকে সরকারী সেবা মোবাইলেই ৯০ ভাগ পাওয়া যাবে
বিজ্ঞাপন
সরকারী সেবা সহজে এবং দ্রুত জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের গেটওয়ে porichoy.gov.bd উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার বিকেলে তিনি এ সরকারী সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য
আরও পড়ুন
বিজ্ঞাপন
ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, “সরকারি সেবাগুলো সহজে ও দ্রুততম সময়ে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এখন টার্গেট হচ্ছে ৯০ শতাংশ সরকারি সেবা মানুষের মোবাইলে থাকবে। আঙুলের ডগায় থাকবে। সরকারী সেবা সরকারি সেবা পেতে জনগণকে যেন সরকারি অফিসগুলোতে যেতে না হয়, সেটাই আমার স্বপ্ন। এরই অংশ হিসেবে বেসরকারি খাতের সঙ্গে পার্টনারশিপ