জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি হারিয়ে যাওয়া কিংবা তথ্যে ভুল থাকার ঘটনা প্রায়ই ঘটে। ব্যক্তির অতি প্রয়োজনীয় পরিচয়পত্রের ভুল তথ্য ভোগান্তি সৃষ্টি করে অনেক ক্ষেত্রেই।

ভুল তথ্য সংশোধন বা হারানো আইডি কার্ড নতুন করে পাওয়া বিষয়ে জটিলতাও কম নয়। তবে অনলাইনে আবেদন করে এর সুরাহা করা সম্ভব খুব সহজেই।

অনেকেই আছেন বুঝতে পারছেন না, তারা কীভাবে নতুন পরিচয়পত্র পাবেন বা ভুল তথ্য ঠিক করবেন। তাদের জন্যই এই টিপস।

প্রথমে রেজিষ্ট্রেশন করতে https://services.nidw.gov.bd/registration এই লিংকে যান।

(ওয়েবসাইটটি https ফরম্যাটে হওয়ায়  ফায়ারফক্স ব্রাউজারে This Connection is Untrusted এই লেখা আসতে পারে।  সেক্ষেত্রে সমাধান হলো প্রথমে Understand the Risks ক্লিক করে তারপর নিচের নির্দেশনা অনুসরণ করুন-

  • On the warning page, click I Understand the Risks.
  • Click “Add Exception‘…. The Add Security
  • Exception dialog will appear.
  • Click “Confirm Security Exception” ক্লিক করুন সাইট চলে আসবে।

এরপর-

১. প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।

২. আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য ও মোবাইলে প্রাপ্ত Activation Code প্রদান করে লগ ইন করুন।

৩. তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট নিয়ে নিন।

৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দিন।

৫. তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের Color Scan Copy অনলাইনে জমা দিন।

এবার ‌‘রেজিষ্ট্রেশনফরম পূরণ করতে চাই’ ক্লিক করুন।

এবার ফরমটি সঠিক ভাবে পুরণ করুন:

  • এন.আই.ডি নম্বর: (আপনার এন.আই.ডি নম্বর যদি ১৩ সংখ্যার হয় তবে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন উদাহরণ: আপনার কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০ আপনি এভাবে দিবেন ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০)
  • জন্ম তারিখ: (কার্ড দেখে সিলেক্ট করুন)
  • মোবাইল ফোন নম্বর: (আপনার সঠিক মোবাইল নাম্বার দিন কারণ মোবাইলে ভেরিফাই কোড পাঠাবে)
  • ইমেইল: (অপশনটি ঐচ্ছিক। চাইলে না-ও দিতে পারেন। তবে, ইমেইল আইডি দিলে পরবর্তীতে লগইন করার সময় মোবাইলের পরিবর্তে ইমেইলে Verify code পাওয়া যাবে।)
  • বর্তমান ঠিকানা: বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন।
  • স্থায়ী ঠিকানা: বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন।
  • লগইন পাসওয়ার্ড: পাসওয়ার্ড কমপক্ষে ৮ সংখ্যার ও তাতে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে যেমন- MyIDCard1
  • এবার স্ক্রিনে প্রদর্শিত Captcha যেভাবে রয়েছে সেভাবে পূরণ করুন (ছোট হাতের বড় হাতের অক্ষর বা সংখ্যা যা দেওয়া আছে তাই বসান তবে স্পেস দিতে হবেনা)
  • এবার ‘রেজিষ্টার’ বাটন ক্লিক করে দ্বিতীয় ধাপে চলে যান।

অনলাইনেই সংশোধন করুন জাতীয় পরিচয়পত্র

ফরমটি সঠিক ও সফল ভাবে রেজিস্টার করার পর মোবাইল ফোনে Verify Code আসবে ব্রাউজারে কোড Submit অপশন বসিয়ে `রেজিস্টার` বাটনে ক্লিক করুন।

২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুনরায় কোড পাঠান (SMS) ক্লিক করুন)

সঠিক ভাবে কোড প্রবেশ করার পর আপনার Account Active হয়ে যাবে এবার একটি পেইজ আসবে আপনাকে লগইন করতে বলা হবে অথবা লগইন লিংক https://services.nidw.gov.bd/login

লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন) জন্মতারিখ ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে।

  • রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আপনার হাতের কাছে থাকলে মোবাইলে তা না হলে ইমেইলে সিলেক্ট করুন।
  • এবার ‘সামনে’ ক্লিক করুন।
  • এবার আপনার সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে Verify code বসিয়ে লগইন করুন।
  • দুই মিনিটের মধ্যে যদি কোড না আসে তবে ‘পুনরায় কোড পাঠান’ বাটনে ক্লিক করুন।

নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার ডাটাবেজের সব তথ্য দেখা যাবে এবার। নিচের যেকোনো অপশনে চাহিদা অনুযায়ী ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন। এভাবেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন কিংবা ছবি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই।

 

সোর্স: ryans news ডট কম থেকে সংগ্রহ করা হয়েছে।

আপনার মন্তব্য লেখার জন্য..

Please enter your comment!
Please enter your name here